১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

গলাচিপায় তক্ষকসহ প্রতারক গ্রেপ্তার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় একটি তক্ষকসহ সিদ্দিক মোল্লা (৫৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-০৮ এর সদস্যরা। রোববার (১২ জুন) সন্ধ্যায় উপজেলার বালির হাওলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিদ্দিক বালির হাওলা গ্রামের মৃত কাঞ্চন মোল্লার ছেলে। র‌্যাব জানায়, সিদ্দিক একজন কৃষক হলেও তক্ষক ক্রয়-বিক্রয় তার প্রধান পেশা। তিনি সাধারণ মানুষের সাথে তক্ষক নিয়ে প্রতারণা করে আসছেন এমন সংবাদে বালির হাওলা গ্রামে অভিযান চালায় র‌্যাব-০৮ এর সদস্যরা। এসময় তাকে তক্ষকসহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়। তক্ষকটি তিনি বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। তক্ষকটির দৈর্ঘ্য ১৫ ইঞ্চি এবং এর ওজন ২শ ২৫ গ্রাম। যার অবৈধ বাজার মূল্য সাড়ে ৬ লাখ টাকা। পরে রাতেই তক্ষকসহ সিদ্দিককে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে গলাচিপা থানায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছে।র‌্যাব-০৮ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শহিদুল ইসলাম জানান, তক্ষক ধরা ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ অবৈধ। এ সকল প্রতারকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ