২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
দেশের বীমা খাতে দৃষ্টান্ত স্থাপন করছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স ২৯ মে সারাদিন লালমোহন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে কাপ পিরিচ মার্কায় ভোট দিন আবারও বাড়ল স্বর্ণের দাম সৌদিতে ২৮৭৬০ বাংলাদেশি হজযাত্রী পৌঁছেছেন, দুইজনের মৃত্যু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত উপজেলা নির্বাচন : দ্বিতীয় ধাপে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন সোমবার থেকে ৬৫ দিন সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা মধ্যরাত থেকে সাগরে মাছ ধরা ৬৫ দিন বন্ধ বোরহানউদ্দিনে ভোটারদের টাকা দেওয়ার ছবি ভাইরাল, ক্ষমা চাইলেন ইউপি চেয়ারম্যান উপজেলা নির্বাচন ঘিরে ভোলার উপকূলীয় এলাকায় কোস্টগার্ড মোতায়েন

গলাচিপায় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ আগস্ট) সকাল ১১ টায় গলাচিপা সরকারি ডিগ্রি কলেজ কতৃপক্ষের আয়োজনে এবং অধ্যক্ষ মো. ফোরকান কবির এর সভাপতিত্বে এ আয়োজন অনুষ্ঠিত হয়। সভায় মো.দুলাল টালীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও (বিআরডিবি) চেয়ারম্যান হাজী মো. মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার শাহ আলম, মো. আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক সমীর দেবনাথ ও কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো.ওয়াহাব মিয়া। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘১৯৭৫ এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা, কারাগারে জাতীয় চারনেতা হত্যাকাণ্ড, ২১ আগস্ট গ্রেনেড হামলা সবই এক সূত্রে গাঁথা। মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্যই স্বাধীনতা বিরোধী শক্তি এই হত্যাযজ্ঞ চালিয়েছে। তারা আন্তর্জাতিক মহলের সঙ্গে ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করেছে।’ তিনি শিক্ষার্থী ও তরুণদের উদ্দেশ্যে আরোও বলেন, বঙ্গবন্ধু আমাদের আত্মপরিচয়, প্রকৃত অর্থে গণমানুষের নেতা এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী। তাই তার দর্শনচর্চায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠের জন্য গুরুত্বারোপ করেন।
অধ্যক্ষ মো.ফোরকান কবির বলেন ‘বঙ্গবন্ধু ছোটবেলা থেকেই ছিলেন পরোপকারী, গরীব-দুঃখী মানুষের জন্য কাজ করেছেন। আন্দোলন ও সংগ্রাম করে ন্যায্য দাবি আদায় করেছেন। ছোট থেকেই তার মধ্যে নেতৃত্বের গুণাবলী বিদ্যমান ছিলো। যার ফলে তিনি খোকা থেকে শেখ মুজিব, মুজিব ভাই, বঙ্গবন্ধু, এবং আলাদা জাতি রাষ্ট্র প্রতিষ্ঠায় ও প্রথম রাষ্ট্রপতি হিসেবে জাতির পিতা পরিচয় পেয়েছেন। তার নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ আজ স্বাধীন দেশের মর্যাদা পেয়েছে। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের প্রভাষক ও বিভাগীয় প্রধান মো. ইয়াকুব হসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ও গলাচিপা সরকারি কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান মোল্লা, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মো. সালেহ মাহমুদ। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে থেকে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক’ বক্তব্য রাখেন একাদশ শ্রেণির আদিব রহমান ও এনিমা রহমান কবিতা। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষিকা, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো.রনি খান ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ছাত্রলীগের নেতাকর্মী, সাংবাদিকবৃন্দ ছাত্র-ছাত্রী, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।
সভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মো. লিয়াকত হোসেন শেখ। দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সকলের মধ্যে তোবারক বিতরণ করা হয়।

সর্বশেষ