২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

গলাচিপায় বাই সাইকেল পেলো ১১৮ গ্রাম পুলিশ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

 

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় বাইসাইকেল পেলো ১১৮ গ্রাম পুলিশ। উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল, জুতা, জামা-প্যান্ট, বেল্ট, মুজা, লাঠি ও মজুরি বাবদ ৩ শত ৫০ টাকা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন কার্যালয় চত্বরে ১২টি ইউনিয়নের ১১৮ জন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে এ সাইকেলসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়। উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানদের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এ সময়ে উপজেলা গ্রাম পুলিশের সভাপতি আব্দুল সালাম ও সাধারণ সম্পাদক মো. ফোরকান মিয়া বলেন, আমাদের উপজেলায় ১২ টি ইউনিয়নের ১১৮ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেলসহ বিভিন্ন সরঞ্জামাদি দিয়েছে সরকার। আমরা সরকারকে ধন্যবাদ জানাই। গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিষ কুমার বলেন, এ বাইসাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজ আরও গতিশীল হবে। ইউনিয়ন পরিষদের সব তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবে।

সর্বশেষ