২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
রাঙাবালীতে ইয়াবাসহ আটক-১ ঝালকাঠিতে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে আমতলীতে গরমে মাথা ঘুরে পড়ে গিয়ে নারীর মৃত্যু বরিশালে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধের দাবি রাজাপুরে শিক্ষার্থীদের অনুদানের বরাদ্দ ৫ হাজার, কিন্তু পেয়েছে ৩ হাজার! বরিশালে দরিদ্র মানুষের সংখ্যা বেশি থাকায় বেড়েছে শিশু শ্রমের হার নারী ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ সিরাজগঞ্জে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ প্রদান ৫ হাজার টাকা বরাদ্দ শিক্ষার্থীরা পেল ৩ হাজার রাজাপুরের সোনারগাঁও স্কুলের সভাপতি ও প্রধান শিক্ষকের বি... বরিশাল সদর উপজেলা নির্বাচন: প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

গলাচিপায় বৃদ্ধাকে মারধর হাসপাতালে ভর্তি থানায় অভিযোগ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় ফিরোজা বেগম (৬০)কে মারধর করার খবর পাওয়া গেছে। ফিরোজা বেগম হচ্ছেন উপজেলার গোলখালী ইউনিয়নের ১নং সুহরী গ্রামের মৃত. সুলতান মোল্লার স্ত্রী। বুধবার বিকালে জমি-জমার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে এ মারধর হয় বলে এলাকাবাসী জানান। পরে এলাকাবাসী উদ্ধার করে ফিরোজা বেগমকে গলাচিপা হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমাম সিকদার বলেন, ফিরোজা বেগমের শরীরে চোট লেগেছে এবং তাঁর শরীরের বিভিন্ন অংশে ফুলা জখম আছে। সে আমার চিকিৎসাধীনে ৩য় তলার ৭নং বেডে ভর্তি আছে। এ বিষয়ে ফিরোজা বেগম জনান, আমাকে আমার বাসার সামনে বসে আমাদের একই বাড়ির মো. মনির মোল্লা, মো. প্রিন্স, মো. ইব্রাহিম মোল্লা, হাফেজ মোল্লা, মো. সোহেল একত্রিত হয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চড়াও হয়ে আমাকে মারধর করে। আমার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে মারধরকারীরা অন্যত্র চলে যায়। পরে আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে মো. মনির মোল্লার কাছে মুঠো ফোনে জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে ইউপি সদস্য মো. মোসলেম প্যাদা ঘটনার সত্যতা স্বীকার করেন। ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার বলেন, দু’পক্ষকে ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ফিরোজা বেগম বাদী হয়ে বৃহস্পতিবার গলাচিপা থানায় অভিযোগ করবেন বলে জানান।

সর্বশেষ