১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

গলাচিপায় সরকারী খাস জমির উপর অবৈধ্য উচ্ছেদ প্রশাসনের

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় সরকারী খাস জমির উপর নির্মিত অবৈধ১৫টি ঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম। সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামে এই অভিযান পরিচালনা করেন। জানা গেছে, উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামে সরকারী খাস জমির উপরপ্রভাবশালীরা অবৈধভাবে দোকান ঘর নির্মান করেন। দোকান ঘরগুলোর প্রতিবেদন পত্রিকায় প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসলে উপজেলা প্রশাসন অবৈধ দোকান ঘরগুলো ভেঙ্গে দেওয়ার নির্দেশ দেন। এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্র্যেট ও সহকারী কমিশনার ভূমি মো. নজরুল ইসলাম বলেন, সরকারী খাস জমিতে অবৈধ স্থাপনা তৈরি করায় সেগুলোগলাচিপা থানা পুলিশের উপস্থিতিতে উচ্ছেদ করা হলো।
গোলখালী ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার বলেন, সরকারী খাস জমিতে ঘর উত্তোলন করায় প্রশাসন তা ভেঙ্গে দিয়েছে।

সর্বশেষ