১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

গলাচিপায় ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন’ শীর্ষক সেমিনার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি। পটুয়াখালীর গলাচিপায় ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন।সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর রেজাউল ইসলাম, গলাচিপা থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলামসহ সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ।সেমিনারে প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন তা আজকে পুরোটাই বাস্তবে রূপ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী চিন্তাভাবনা। উপকারভোগীরা সঠিকভাবে যাতে ভাতা পান তার দিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে।পরে সেখানে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়ন সংশ্লিষ্ট জনবল ও সুফলভোগীদের দক্ষতা উন্নয়নের নিমিত্তে ২ দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

সর্বশেষ