১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বঙ্গোপসাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা: চরম দুশ্চিন্তায় জেলেরা ! মায়ের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ মেয়ের, শাস্তির দাবিতে মানববন্ধন উজিরপুরে তাবিজ দেয়ায় ইমামকে বহিষ্কার, খুলে নেওয়া হলো দানের মালামাল বাউফলে বজ্রপাতে শ্রেণি কক্ষে সংজ্ঞা হারিয়ে হাসপাতালে দুই শিক্ষার্থী চরফ্যাশনে বিদ্যুৎস্পৃ*ষ্টে প্রাণ গেল শিশুর দশমিনায় মোবাইল না দিয়ে মায়ের বকাঝকা, এসএসসি পাস শিক্ষার্থীর আ*ত্মহ*ত্যা দুমকিতে কাওসার আমিনের উঠােন বৈঠকে হাজার হাজার জনতার ঢল গলাচিপা উপজেলা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ১৫ জন ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন হজ ইসলামের অন্যতম স্তম্ভ স্বর্ণের দাম আরও বাড়ল

গলাচিপা থেকে তলা ফাটা নিয়েই দোতলা লঞ্চের ঢাকায় যাত্রা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

গলাচিপা( পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় যাত্রীবাহী দোতলা লঞ্চ এম ভি আসা যাওয়া-২ এর তলা ফেটে গেছে বিআইডব্লিউটিএ এর ড্রেজারের সাথে ধাক্কায় । এতে লঞ্চে থাকা ব্যবসায়ীদের প্রায় ৫লাখ টাকার মালামালের ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছে ঘাট সূত্র। আজ মঙ্গলবার সকালে রামনাবাদ নদীর গলাচিপা লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। দুপুর আড়াইটার দিকে তলা ফাটা নিয়েই এম ভি আসা যাওয়া-২ লঞ্চটি গলাচিপা লঞ্চঘাট থেকে ৩শতাধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।এদিকে যাত্রীবাহী লঞ্চটির সাথে ধাক্কা লেগে বিআইডব্লিউটিএ’র ড্রেজারের হাইড্রলিকে সিষ্টেমে কাজ করছেনা বলে জানিয়েছে ড্রেজার কর্তৃপক্ষ।
যাত্রীদের সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় যাত্রীবাহী লঞ্চ এম ভি আসা যাওয়া-২ ৫শতাধিক যাত্রী নিয়ে ঢাকার সদর ঘাট লঞ্চঘাট থেকে গলাচিপার উদ্দেশ্যে ছেড়ে আসে। মঙ্গলবার সকাল ৮টার দিকে গলাচিপা লঞ্চঘাট পৌছলে ঘাটে ভিড়ানোর সময় আগে থেকে অবস্থান করা বিআইডব্লিউটিএ এর ড্রেজারের সাথে ধাক্কা খায় লঞ্চটি। এতে লঞ্চের তলা ফেটে গিয়ে পানি ঢুকে ব্যবসায়ীদের ৫লাখ টাকা মালামালের ক্ষতি হয়। কিটনাশক ব্যবসায়ী সরোয়ার গাজী জানান, তলা ফেটে লঞ্চে পানি ঢোকার ফলে তার ২লক্ষাধিক টাকার ঔষধ নষ্ট হয়েছে। কাপড় ব্যবসায়ী স্বপন সাহা জানায়, তার ৩০হাজার টাকায় এক রং এর কাপড় পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। আসা যাওয়া লঞ্চের মাষ্টার আ. রহিম জানায়, ঘাটে ভেড়ার সময় লঞ্চটি নিয়ন্ত্রনের চেষ্টা করেছিলাম। কিন্তু বাতাসের প্রচন্ড চাপ থাকায় নিয়ন্ত্রন করতে পারিনি।
বিআইডব্লিউটিএ’র ড্রেজারের উপ-সহকারী প্রকৌশলী আ. লতিফ জানায় ড্রেজারটি আগ থেকেই ওাখানে অবস্থান করছিল। এম ভি আসা যাওয়া-২ লঞ্চটি ড্রেজারকে ধাক্কা দেয়ার ফলে হাইড্রোলিক সিস্টেমে কাজ করছেনা।

সর্বশেষ