১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

গলাচিপা নাগরিক কমিটির সমর্থিত মেয়র প্রার্থীর নাম ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সজ্ঞিব দাস , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় ‘গলাচিপা নাগরিক কমিটি’র আত্মপ্রকাশ এবং আসন্ন গলাচিপা পৌরসভা নির্বাচনে নাগরিক কমিটির সমর্থিত মেয়র প্রার্থীর নাম ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে দলটির আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক গলাচিপা বণিক সমিতির সভাপতি মো. ইদ্রিসুর রহমান, যুগ্ম আহবায়ক জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন তালুকদার, আ.খালেক মিয়া এম এস সি, ডা. অধীর রঞ্জন শীল, শামসুদ্দোহা কালাম, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম ফোরকানসহ ৭১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে দলটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম ফোরকান লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তিনি দলের পক্ষে ঘোষণা করেন- আসন্ন গলাচিপা পৌরসভা নির্বাচন উপলক্ষে স্বাধীনতার স্ব-পক্ষের শক্তি ও আম জনতা ঐক্যবদ্ধ হয়ে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী জগ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মু. মামুন আজাদকে সমর্থন দিয়েছে। আমরা দলের পক্ষে সদ্য ঘোষিত মেয়র প্রার্থী মামুন আজাদের পক্ষে নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে কাজ করবো। এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী জগ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মু. মামুন আজাদ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মামুন আজাদ বলেন, আমি গলাচিপা পৌরসভাকে একটি জবাবদিহীমূলক আধুনিক পৌরসভা গঠন করতে চাই। গত ১৫ বছর ধরে গলাচিপা পৌরবাসী পানির সমস্যায় ভুগছেন। এছাড়াও পৌরসভায় জলাবদ্ধতার সমস্যাও রয়েছে। আমি মেয়র নির্বাচিত হলে এ সকল সমস্যাসহ নানাবিধ সমস্যা দূর করা হবে।

সর্বশেষ