২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

গলাচিপা বিটিএফ স্কুলের ১৫ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
গলাচিপা উপজেলা প্রশাসন পরিচালিত বাংলাদেশ- তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে, ১৫ তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য ১১৩ পটুয়াখালী (৩) আসনের জননেতা আলহাজ এস এম শাহজাদা।
মিসেস নির্বাহী অফিসার ও স্কুলের অধ্যক্ষ ডা:জান্নাতুল নাঈম আইভি এর সার্বিক সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মু. শাহিন, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী, পল্লী উন্নয়ন অফিসের মাহবুব হাসান শিবলী, স্কুলের উপাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম ও স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য মু. খালিদ হোসেন মিল্টন প্রমুখ । সভাপতি ও অধ্যক্ষ অনুষ্ঠানে সকল অতিথি বৃন্দকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। বার্ষিক ক্রীড়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এস এম শাহজাদা বলেন, সকল শিক্ষার্থী ,শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদসহ সকল অভিভাবক সুধীজনকে শুভেচ্ছা। শিক্ষার সাথে ক্রীড়া নৈপুণ্যে আমাদের কোমলমতি শিশুরাই দেশের মুখ ও বিশ্বে দেশপ্রেম নিয়ে আগামী পৃথিবী গড়ে তুলবে।
অনুষ্ঠানে শত শত অভিভাবক ,দর্শক বৃন্দ শিশুদের নানা ক্রীড়া নৈপুণ্য উপভোগ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে সভাপতি ,অধ্যক্ষ, অতিথিবৃন্দ পুরস্কার প্রদান করেন। উল্লেখ্য ২০০৮ সালের ২রা জানুয়ারি স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের বর্তমান সচিব আবুল কাশেম মোঃ মহিউদ্দিন স্কুলটি প্রতিষ্ঠা করেন।

সর্বশেষ