২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বরিশালে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চরকাউয়ায় যুবলীগ নেতা খান মামুনের গণসংযোগ বাংলাদেশে বর্তমানে ভারতের তাবেদার সরকার শাসন করছে : বরিশালে ভিপি নুর বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ, ইমামের কক্ষে আগুন উজিরপুরে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার কাউখালীতে পাটি খাতে রূপালী ব্যাংকের ক্লাস্টার ভিত্তিক ঋণ বিতরণ বিআরডিবি'র কার্যক্রম পরিদর্শনে সচিববৃন্দ মনপুরায়, কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও উঠান বৈঠক বরিশালে ‘সাড়ে তিনশ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত শহর রক্ষা বাধ দখলের মহোৎসব উজিরপুরে মাদকসহ জেলা ডিবি'র খাচায় ১ মাদক কারবারী আটক রাজাপুরে নিখোজ ভ্যান চালকের লাশ ভাসছিলো নদীতে

“গেদু চাচা” : ভালবাসার নামে মৃতব্যক্তিকে অপমান

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

রিপোর্টঃ আসাদুজ্জামান ঃ—ঘষন্ত মাযন্ত খুড়া. পিষ্ঠে দিয়া চুড়া ও খটাংক পালংকের ভগ্নপদ নিয়ে সততাং সততাং সহিনিষু করে সংস্কৃত বিষারথগন যখন নিথর নিঃস্তব্দ তখন কুড়- কুড়- কুড় কাহিনানা – কাহিনানা বলে গুন গুন করে নিজেকে সংস্কৃত বিষারথ দাবী করে অন্যকে নিঝুম দ্বীপের রাজ কন্য বলে প্রচার করে আসল রাজ কন্যার মৃত্যু ঘাটাতে চাইলেই মরন হয়ে যায় না। তেমনি বাংলাদেশে খ্যাতনামা কলামিষ্ট আসল গেদুচাচা আলম রায়হান বেচে থাকলেও আরেক মৃত ব্যাক্তিকে গেদু চাচা বললেই সেই জন গেদুচাচা হয়ে যায়না। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে আমাদের রাজধানীর মিডিয়া পাড়ায়। সেই স্কুল জীবন থেকে দেখে আসছি সুগন্ধা পত্রিকায় লেখা কলাম। গেদু চাচার খোলা চিঠি. বাংলাদেশে পাঠকদের প্রিয় কলাম ছিলো। আমিও পড়তাম। জনপ্রিয় এই কলামটি লিখতেন জেষ্ঠ সাংবাদিক বরিশালের সন্তান আলম রায়হান। যা দেশে সকলেরই জানা। রহস্য জনক ব্যাপার হলো কয়েক দিন পুর্বে আমাদের কাছের মানুষ প্রবীন সাংবাদিক মোজাম্মেল ভাইর মৃত্যর সংবাদে এক কর্মকর্তা শোক প্রকাশ করতে গিয়ে লিখেছেন গেদু চাচার খোলা চিঠি কলাম লেখক মোযাম্মেল ভাই মারা গিয়েছেন। প্রথমে পাঠকরা ভবেছিলো আলম রায়হানের আসল নাম মনে হয় মোজাম্মেল। খবর নিয়ে জানতে পারি আলম রায়হান অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে ব্যাস্ত। হতবাক হলাম। মোজাম্মেল ভাই তার সাংবাদিকতা জীবনে কোন দিন মুখে বলতে শুনিনি বা দাবী করেন নি তিনি গেদু চাচার খোলা চিঠি লিখেছেন। অথচ মৃত্যর পরে মাঝারী গোছের এক কর্মকর্তা শোক সংবাদে লিখেছেন গেদু চাচা খ্যাত মোজাম্মেল হক মারা গিয়েছেন। এটা তথ্য বিভ্রাট? নাকি কাউকে ছোট করতে নিজের হীন মানষিকতার পরিচয়? । ভাগ্যিস মোজাম্মেল ভাই মারা গিয়েছেন। তবে তিনি জীবিত থাকতে তার নামে এমন মিছা কথা শুনলে চোয়ালের দাত জোয়ালে নিয়ে যেতো।আমার মনে হয় যেহেতু গেদু চাচার মরার খবর বের হয়েছে. সেহেতু আলম রায়হানের নিশ্চিত মৃত্যু হয়েছে । তাই তিনিএখন জীবন্ত লাশ।। গতকাল এ বিষয়টি নিয়ে কথা হয়েছিলো বাংলাদেশের প্রবীন সাংবাদিক. কলামিষ্ট এবং প্রথম সারির জাতীয় দৈনিক পত্রিকার এডিটর ও সাব এডিটর পর্যায়ের ৪!৫ জনের সাথে। এছারাও গত ৩০ বছর ধরে ঢাকায় যারা দাপুটে সাংবাদিক হিসাবে সমাদৃত রয়েছেন. তাদের কয়েক জনের সাথেও আমার কথা বলার সুযোগ হয়েছিলা। তারা এক ব্যাক্যে বললেন আলম রায়হানের লেখা গেদু চাচার খোলা চিঠি সারা দেশে পাঠক প্রিয়তা আকাশচুম্বি ছিলো। তাহলে ঐ হালের বলদ কিরনমালা গেদুচাচার মরার খবর পাইলো কই?.।আমার জানা মতে মোজাম্মোল ভাই খবুই ভালো মানুষ ছিলেন। মৃত্যুর পরে তাকে নিয়ে বিতর্ক সৃস্টি মুলক বাক্য কাম্য নয়। দায়িত্বসীল কারো কাছ থেকে এমন আজগুবি বাক্য পাঠকরা আশা করেনা। যাদেরকে নিয়ে লিখলাম তারা সবাই আমার গুরু জন। ভুল হলে ক্ষমা করবেন

সর্বশেষ