২৪শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

গৌরনদীতে চাঁদা না পেয়ে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে হামলা, ব্যবসায়ী আহত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের ব্যবসায়ী দিদার উদ্দিন হাওলাদারের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর এবং তাঁকে মারধর করেছে দুর্বৃত্তরা। চাঁদা না পেয়ে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সদস্য সফিকুর রহমানের (রেজাউল সিকদার) নেতৃত্বে ওই হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া চাঁদা না পেয়ে তাঁর ওই ব্যবস্থাপ্রতিষ্ঠান তালা মেরে বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ব্যবসায়ী দিদার উদ্দিন বাদী হয়ে শনিবার পাঁচজনের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় একটি মামলা করেছেন। আওয়ামী লীগ নেতা রেজাউল সিকদারকে ওই মামলার প্রধান আসামি করা হয়েছে।

আওয়ামী লীগ নেতা রেজাউল সিকদার ওই ব্যবসাপ্রতিষ্ঠানে তালা মেরে বন্ধ করে দেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘আমি ওই ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক। ২০১১ সালে ১০ লাখ টাকা অগ্রিম নিয়ে দিদারের কাছে ১০ বছরের চুক্তিতে ভাড়া দিই। ২০২১ সালে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও বারবার তাগিদ ও তিনবার উকিল নোটিশ দেওয়ার পরও দিদার দোকানঘর ভাড়ার নতুন চুক্তি করেনি। তাই দোকান থেকে তাকে বের করে তালাবদ্ধ করে দিয়েছি। চাঁদা দাবির অভিযোগ সঠিক নয়।’

তিনবার উকিল নোটিশ দেওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা না নিয়ে নিজে কেন ওই ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও সেটি তালাবদ্ধ করলেন, সে বিষয়ে জানতে চাইলে রেজাউল সিকদার বলেন, ‘আইনের কাছে কোনো বিচার না পাওয়ায় নিজেই কাজটি করেছি।’

তবে এ বিষয়ে প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন, টরকী বন্দরের ব্যবসায়ী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গৌরনদী উপজেলা ভূমি কার্যালয় থেকে টরকী বন্দরের পেঁয়াজপট্টিতে শূন্য দশমিক ১২৫ সহস্রাংশ জমি ইজারা নিয়ে সেখানে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলেন দিদার উদ্দিন হাওলাদার। তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের নাম মেসার্স তোহা এন্টারপ্রাইজ। তিনি সেখানে এলপি গ্যাসের সিলিন্ডার, সার-কীটনাশক ও বিএডিসির বীজের পরিবেশক হিসেবে ব্যবসা করে আসছিলেন।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত উপজেলা পরিষদ নির্বাচনে দিদার উদ্দিন হাওলাদার পরাজিত চেয়ারম্যান প্রার্থী গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমানের মোটরসাইকেল প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচার চালান। আর রেজাউল সিকদার বিজয়ী প্রার্থী গৌরনদী পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়ার কাপ–পিরিচ প্রতীকের পক্ষে কাজ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই মধ্যে গৌরনদী পৌর সভার মেয়র পদে উপনির্বাচনে তফসিল ঘোষণা হলে রেজাউল সিকদার মেয়র পদে প্রার্থী হন।

ব্যবসায়ী দিদার উদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন, ‘উপজেলা নির্বাচনের পর রেজাউল সিকদার আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় তিনি তাঁর বাসায় আমাকে ডেকে পাঠান। কিন্তু ডাকার পরও আমি তাঁর বাসায় যাইনি। এরপর শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে পাঁচ–ছয়জন সন্ত্রাসীকে নিয়ে রেজাউল সিকদার আমার দোকানে এসে চাঁদা না দেওয়ার কারণ জানতে চান। আমি চাঁদা দিতে অস্বীকার করায় একপর্যায়ে দোকান ভাঙচুর ও তছনছ শুরু করেন তাঁরা। আমি বাধা দিলে পিটিয়ে রক্তাক্ত জখম করে দোকান থেকে আমাকে বের করে দেন এবং দোকান তালাবদ্ধ করে দেন।’

ঘটনার প্রত্যক্ষদর্শী টরকী বন্দরের কাঠ ব্যবসায়ী আবুল কল্লা বলেন, ‘শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে আমি দিদার উদ্দিনের দোকানে বসে গল্প করছিলাম। হঠাৎ রেজাউল সিকদার দিদারের দোকোনে এসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন।

ভাঙচুর করতে বাধা দিলে তাঁরা দিদার উদ্দিনকে পিটিয়ে জখম করেন। তাঁকে প্রথম গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। অবস্থার অবনতি ঘটলে রাত ১০টার দিকে দিদারকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

এ বিষয়ে টরকী বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি ও বরিশাল জেলা পরিষদ সদস্য মো. হারুন হাওলাদার বলেন, ‘হামলার খবর পেয়ে দিদার উদ্দিনের ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে শুনেছি, চাঁদা না দেওয়ায় হামলা চালিয়ে তাঁকে পিটিয়ে জখম, দোকান ভাঙচুর ও তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি খুবই খারাপ হয়েছে।’

গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. মাজাহারুল ইসলাম বলেন, এ ঘটনায় ব্যবসায়ী দিদার উদ্দিন হাওলাদারের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। ওই মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ