১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

গৌরনদীতে জাতীয় শোক দিবস পালিত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

 

শামীম মীর, গৌরনদী ।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে শনিবার সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী অফিসার ইসরাত জাহান, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌরসভার পক্ষে মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে ইউএনও, গৌরনদী মডেল থানার পক্ষে ওসি গোলাম ছরোয়ার ও উপজেলা আওয়ামীলীগের পক্ষে সভাপতি এইচএম জয়নাল আবেদীন ও সাধারন সম্পাদকমোঃ হারিছুর রহমান। এ ছাড়া বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ফুলের শ্রদ্ধা জানান। শেষে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফেরোজ হেলেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষ অফিসার আঃ জলিল, উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিল, গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার, উপজেলা প্রকৌশলী অহিদুল রহমান, ত্রাণ ও পূনবাসন কর্মকর্তা আহসান হাবীব। শেষে অন লাইন প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার ও আন্তকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়। এর পূর্বে সকাল ৯টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু ও শহীদ আঃ রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন দলীয় নেতা-কর্মীরা। এ ছাড়া কসবা হযরত মল্লিক দূত কুমার পীরের মাজার সংলগ্ন জামে মসজিদে পৌর যুবলীগের সাধারন সম্পাদক আল আমীন হাওলাদারের আয়োজনে, টরকী বন্দর তহসীল অফিস জামে মসজিদে বার্থী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল হালিম সরদারের আয়োজনসহ উপজেলার ৬৬৫টি মসজিদে এক সাথে জহর বাদ ১৫ আগষ্ট সকল শহীদদের ও বরিশাল জেলা আওয়ামীলীগের সহধর্মীনি নারী মুক্তিযোদ্ধা সাহ নারা বেগমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।

সর্বশেষ