১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালে রাতের আঁধারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :: রাতের আঁধারে বরিশালের গৌরনদী উপজেলার পুরোনো ঐতিহ্যবাহী বার্থী তাঁরা মন্দিরের উত্তর পাশে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ কাজ শুরু করা হয়েছে।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন যাবত উপজেলার বার্থী বাজার ও বার্থী তাঁরা মন্দিরের উত্তর পাশে বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে রাতের আঁধারে সরকারি খালের মধ্যে অবৈধ স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে আসছেন বার্থী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল করিম লস্কর। এনিয়ে স্থানীয় ভাবে ক্ষোভ বিরাজ করলেও ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেননা।

এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণের কোন সুযোগ নেই। ইতিমধ্যে বিষয়টি জানতে পেরে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। এরপরও কেউ নির্মান কাজ অব্যাহত রাখলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইউপি সদস্য আব্দুল করিম লস্কর অবৈধ স্থাপনা নির্মাণ প্রসঙ্গে মুঠোফোনে বলেন, আমাদের বসার কোন ঘর নেই তাই এলাকার যুবকরা মিলে একটি দোকান ঘর নিমার্ণ করছি।

 

সর্বশেষ