৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

গৌরনদীতে ১৩৫ জন শহিদের স্মরনে মোমবাতি প্রজ্জলন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

শামীম মীর,গৌরনদী।।
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামের ১৩৫জন শহীদের স্মৃতি বিজড়িত বধ্যভুমি মরার ভিটায় শহীদদের স্মরনে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্জলন করা হয়েছে।
২৫ মার্চ রাতে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের যৌথ আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর শুরুতেই শহীদদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে শহীদদের স্মরনে ফুলের শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্জলন করেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুর রহমান প্রিন্স, মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন, ইউপি চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার, গোলাম হাফিজ মৃধা, সাবেক উপজেলা সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হক, বীর মুক্তিযোদ্ধা ইসমাত হোসেন রাসু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবিব, খাদ্য কর্মকর্তা অশোক কুমার চৌধরীসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।
উল্লেখ্য ১৯৭১ সালের ১৮ মে পাকসেনারা স্থানীয় রাজাকারদের সহায়তায় হরহর গ্রামের মরার ভিটায় একই দিনে ১৩৫ জনকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর পেরিয়ে গেলেও সেখানে শহিদদেও স্মরনে আজও কোন স্মৃতি স্তম্ভ নির্মিত হয়নি। এমনকি হত্যাযজ্ঞের সাথে স্থানীয় কয়েকজন যুদ্ধপরাধী প্রত্যক্ষভাবে জড়িত থাকলেও তাদের এখনও বিচারের আওতায় আনা হয়নি।
অপর দিকে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গৌরনদীতে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
শুক্রবার সকালে ৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন মেরি, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, সহকারী কমিশনার ভূমি আরিফুল ইসলাম প্রিন্স, ওসি মোঃ আফজাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেনসহ অন্যান্যরা।

সর্বশেষ