১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

গৌরনদী সাংবাদিককে মারধর,  নগদ টাকা, মোটরসাইকেল,ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক।। বরিশাল জেলার গৌরনদী উপজেলা এক সাংবাদিককে মারধর করে নগদ টাকা মোটরসাইকেল ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি গৌরনদী উপজেলার দক্ষিন বিজয়পুর এলাকায়। ২৭ জুন বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা দিকে ঘটেছে। এবিষয় হামলায় আহত ওই সাংবাদিক দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার গৌরনদী প্রতিনিধি । সাংবাদিক মোঃ শেখ রায়হান শাওন বাদী হয়ে গৌরনদী মডেল থানা একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারে জানা যায় ও শাওন অভিযোগ করে বলেন, তিনি উল্লেখ করেন আমি আমার বাড়ির সামনে মটরসাইকেল রেখে ঘরে ঢুকে বসি কিছুক্ষন পরে আমার এলাকার বাসিন্দা ১নং আসামী মাইনুদ্দিন সরদার আমাকে ডেকে ঘর থেকে বের করে। আমি ঘর থেকে বের হয়ে ওর সাথে আমি আমার বাড়ির সামেন মরটরসাইকেল এর কাছে গিয়ে দাড়ালে হঠাৎ চারপাশ থেকে ওৎ পেতে থাকা অন্যান্য আসামীরা আমাকে এলোপাথারী কিল ঘুষি মারধর শুরু করে।

এতে আমি চিৎকার চেচামেচি করলে আমার ছোট ভাই ১নং স্বাক্ষী মোঃ রাব্বি শেখ দৌড়ে এসে দেখেন যে, আমাকে বিবাদীগন মারতেছে। এতে আমার ছোট ভাই আমাকে আসামীদের থেকে মার ফিরাতে গেলে তাকেও এলোপাথারী মরধর করে।
উল্লেখিত বিবাদীরাসহ অজ্ঞাতনামা ১০/১৫ জন আমাকে দা, রামদা, লাঠি সোঠা নিয়ে আমার বাড়িরে সামনে ব্যাটারী চালিত অটো রিক্সায় জোড়পূর্বক তুলিয়া নেওয়ার চেষ্ঠা করে। তাহারা আমাকে তুলিয়া নিতে না পারায় তারা সকলে মিলে আমাকে এলোপাথারী ভাবে পিটাইয়া ও কিল ঘুষি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নিলা ফুলা জখম করে এবং ৩নং আসামী আমার সাথে থাকা রাস্তার কাজের ইট কেনার জন্য ১,১০,০০০ (একলক্ষ দশ হাজার) টাকা, ৫নং আসামী আমার মানিব্যাগে থাকা ৪,৭০০ টাকাসহ মানিব্যাগ, ১৩২ নং আসামী আমার থেকে জোড়পূর্বক চাবি নিয়ে পালসার-১৫০ সিসি মটরসাইকেল নিয়ে যায়।

এসময় ৮নং আসামী আমার গাড়িতে থাকা সংবাদের কাজে ব্যবহৃত ডিজেআই পকেট খ্রি ক্যামেরা যাহার আনুমানিক মূল্য ৮৪,০০০ টাকা এবং ৪নং আসামী আমার সাথে থাকা স্যামস্যাং এস২৩ খ্রি আল্ট্রা মোবাইল ফোন নিয়ে যায়, যাহার আনুমানিক মূল্য ১,৩৮,০০০ টাকা। পরবর্তীতে আমার ডাক চিৎকারে আশেপাশের লোক লোকজন আসলে আসামীরা আমাকে ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং যাওয়ার সময় বিবাদীগন আমাকে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়।

এবিষয় গৌরনদী মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান সাংবাদিক মো. শেখ রায়হান শাওন বাদী হয়ে গৌরনদী মডেল থানা একটি এজাহার দায়ের করেছেন। এজাহারের ভিত্তিতে আনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ