২৪শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

বাকেরগঞ্জে হার্ট অ্যাটাকে তরুণ সাংবাদিকের মৃত্যু!

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরিশাল বাণী: বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার ৫ নং ওয়ার্ডের মৃত মজিদ খানের ছোট পুত্র মোনায়েম খান খোকন হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন।
মৃত মোনায়েম খান খোকন আঞ্চলিক দৈনিক সংবাদ সকাল পত্রিকার বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি ছিলেন। ১৬ জুন (রবিবার) সকাল ৮টায় তার নিজ বাসভবনে বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়েন। তার পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মোনায়েম খান খোকন গভীর রাতে বাসায় ফিরেন এরপর শরীর খারাপ হওয়া শুরু করলে সকালে একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। সকাল ৮ টায় তার স্ত্রী কাজল অজ্ঞান অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, হার্ট অ্যাটাকে মোনায়েম খান খোকন মারা গেছেন।
তার স্ত্রী কাজল বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র নার্স হিসেবে কর্মরত রয়েছেন। মৃত্যুকালে খোকন দুই শিশু সন্তান রেখে গেছেন। ১০ বছরের ছেলের নাম তাজ ও ৩ বছরের শিশুকন্যা তোহা।

সর্বশেষ