২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ঘু‌র্নিঝড় আম্ফানের তাণ্ডবে ব‌রিশা‌লে ৫ হাজার হেক্টর জ‌মির ফসলের ক্ষতি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক :: সুপার সাইক্লোন আম্ফ‌ান তছনছ ক‌রে‌ছে ব‌রিশ‌াল‌কে। ৫ হাজার জ‌মির ফসল নষ্ট, ২৪ হাজার ঘরবা‌ড়ি, ৯৫টি শিক্ষা প্র‌তিষ্ঠান, ৯২টি ধমীয় প্র‌তিষ্ঠান বিধ্বস্ত এবং প্রায় তিন‌কো‌টি টাকার মৎস সম্প‌দের ক্ষ‌তি হ‌য়ে‌ছে। সম্পূর্ন আ‌র্থিক ক্ষ‌তি নির্ণয়ে আরও সময় লাগ‌বে ব‌লে জানা গে‌ছে। বুধবার সন্ধ্যার পর থেকে রাতভর বরিশাল বিভাগ জুড়ে তাণ্ডব চালিয়েছে সুপার সাইক্লোন আম্ফ‌ান। বিভাগের অন্যান্য জেলার ন্যায় বরিশাল জেলায় প্রচন্ড গতীতে বাতাসের কারণে গাছপালা ভেঙে বহু বাড়ি ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে।

এরই মধ্যে প্রাথমিকভাবে জেলায় ক্ষতিগ্রস্থ বাড়ি ঘরের তালিকা তৈরি করেছে বরিশাল জেলা এবং উপজেলা প্রশাসন। তাদের করা তালিকা অনুযায়ী বরিশাল জেলায় মোট ২৪ হাজার ৪৮০টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। মাছের ঘের ডুবে ক্ষ‌তি হ‌য়ে‌ছে ২ কো‌টি ৩০ লাখ টাকার, চিং‌ড়ির ঘেরে ৫ লাখ ২০ হাজার টাকা, ৪ হাজার ২শত ৯ হেক্টর জ‌মির ফসল নষ্ট, ১৮৮৪ হেক্টর জ‌মির সব‌জি নষ্ট, ৫০ মিটার বাধ সম্পূর্ন ক্ষ‌তিগ্রস্ত, ১২৮০ মিঃ রাস্তা আং‌শিক ক্ষ‌তিগ্রস্ত, ১৫‌টি স্কুল, ৪টি ক‌লেজ, ১ টি মাদ্রাসা এবং ৭৫টি প্রাইমারী স্কুল ক্ষ‌তিগ্রস্থ হ‌য়ে‌ছে।এছাড়া ৫৮টি মস‌জিদ ও ২৭টি ম‌ন্দির ঘু‌র্নিঝ‌ড়ে ক্ষ‌তিগ্রস্থ হ‌য়েছে।বাড়ি-ঘরের মধ্যে ৮ হাজার ১৬০টি বাড়ি-ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। বাকি ১৬ হাজার ৩২০টি আং‌শিক ক্ষ‌তি হ‌য়েছে।

বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান স্বাক্ষ‌রিত এ তা‌লিকা প্রকাশ করা হ‌য়ে‌ছে।

সর্বশেষ