১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবে নিখোঁজ ৭ জেলে উদ্ধার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পটুয়াখালী প্রতিনিধি ::: ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবে নিখোঁজ সাত জেলেকে উদ্ধার করেছে এফবি আরাফাত নামের একটি মাছ ধরার ট্রলার। শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে তাদের আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসে। পরে তাদের কুয়াকাটা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

উদ্ধার হওয়া জেলেরা জানায়, ১৭ নভেম্বর আবহাওয়া খারাপ হলে তীরে ফিরছিলেন তারা। হঠাৎ ঢেউয়ের ধাক্কায় ট্রলার সমুদ্রে তলিয়ে যায়। পরে তারা কয়েকটি বাঁশ ও পানির পটের ওপরে ভেসে চারদিন পার করে। পরে ভোলা থেকে আসা এফবি আরাফাত নামের একটি ট্রলার তাদের উদ্ধার করে। উদ্ধারের ৮দিন পরে তীরে নিয়ে আসা হয় তাদের।

উদ্ধার জেলেরা হলেন- পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি এলাকার কাজীকান্ধা গ্রামের তানমুন ও তানিম, কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকার আবু সালেহ, হৃদয়, আবদুর সালাম, রহমত ও রাজিব। বর্তমানে রহমত ও তানমুন অসুস্থ থাকায় তাদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।

উদ্ধার তানমুন ও তামিমের বাবা বাহাউদ্দিন বলেন, গত ১৩ দিন আমি সমুদ্রের তীরে বসে ছিলাম ছেলেদের খোঁজে। আজকে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। আমি আল্লাহর কাছে আর কিছুই চাই না। আমার পরিবার অনেক খুশি।

ট্রলারের মালিক রহমাতুল্লাহ জানান, ট্রলারের জেলেদের বিভিন্ন ভাবে খুঁজেছি। ১৩ দিন পর তারা আমাদের মাঝে এসেছে। যদিও আমার ট্রলারটি গভীর সমুদ্রে তলিয়ে গেছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ঘূর্ণিঝড় মিধিলিতে কলাপাড়া ও রাঙ্গাবালীর চার ট্রলারসহ ৩২ জেলে নিখোঁজ হন। উদ্ধার জেলেরা কুয়াকাটা হাসপাতালে চিকিৎসাধীন। উদ্ধারকারী ট্রলারটি মাছ শিকার শেষে তীরে ফিরে ফেরায় জেলেদের ঘাটে পৌঁছাতে দেরি হয়েছে। নিখোঁজ তিন ট্রলারসহ বাকি ২৫ জেলেকে খুঁজে পেতে মৎস্য বিভাগ অনুসন্ধান চালাচ্ছে।

সর্বশেষ