১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বরিশালে বাড়ছে তালপাখার চাহিদা অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে বরিশাল স্টেডিয়ামে : পানিসম্পদ প্রতিমন্ত্রী গলাচিপায় নাগরিক কমিটি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রেস বিফ্রিং যুক্তরাজ্যে বিশ্ব রেকর্ড গড়লেন বাংলাদেশী চিকিৎসক ডা. শরিফুল হালিম উজিরপুরে নোটিশ ছাড়া দোকানপাট ঘরবাড়ি উচ্ছেদ ! বাংলাবাজার খানকায়ে নেছারিয়ায় মাসিক তা'লিমী জলসা অনুষ্ঠিত মির্জাগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে কৃষকের হাত ভেঙে দিল সন্ত্রাসীরা ।। মির্জাগঞ্জে ত্রিমুখী লড়াইয়ে জমজমাট ভোটের মাঠ সরকারি হাসপাতালে অবৈধ ফার্মেসি-ক্যান্টিন থাকবে না যত বাধা আসুক, দেশকে এগিয়ে নেব: প্রধানমন্ত্রী

চরফ্যাশনে চৈতির হত্যাকান্ডের ময়না তদন্তের রিপোর্ট প্রত্যাখান করে সংবাদ সম্মেলন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এম লোকমান হোসেনঃ চরফ্যাশনে আলোচিত চৈতি হত্যাকান্ডের ময়না তদন্তের রিপোর্ট প্রত্যাখান করে প্রেসক্লাবে পরিবারবর্গের সংবাদ সম্মেলন।
২১মে/২২ শনিবার দুপুরে চৈতির বাবা সুভাষ চন্দ্র রায় লিখিতভাবে গণমাধ্যমকর্মিদের কাছে অভিযোগ করেন,গত ৫ মার্চ বরিশাল সরকারি বিএম কলেজের মাস্টার্স শেষ বর্ষে পড়ুয়া তার মেয়েকে শশুরালয়ে মধ্যরাতে শশুর শাশুড়ি ও স্বামী যৌতুকের জন্য মারধর করতো।ঘটনার দিন চৈতিকে খাবারের সাথে চেতনা নাশক কিছু খাইয়ে অজ্ঞান অবস্হায় হত্যা করে সিলিং ফ্যানের সাথে লাশ ঝুলিয়ে এই ঘটনাকে আত্নহত্যা বলে প্রচার করে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন,চৈতির হত্যা কান্ডে থানায় সুবিচার চেয়ে থানায় মামলা করতে গেলে ওসি (তদন্ত)রিপন কুমার সাহা এটিকে আত্নহত্যা বলে প্রকাশ্য মন্তব্য করে।আমি প্রতিবাদ করলে তিনি বলেন, আমি যেভাবে মামলার অভিযোগ লিখে দিবো সেভাবে মামলা হবে।পরে ওসি তদন্ত রিপন সাহা আমার অজ্ঞতা,বিপর্যস্ত মানসিকতার সুযোগে চৈতির স্বামী,শশুর- শাশুড়ির প্ররোচণায় চৈতি আত্নহত্যা করেছে বলে এই মর্মে নিজেই একটি মামলা লিখে স্বাক্ষর নেন।আমি মামলার বিবরণ জানতে চাইলে তিনি আমার সাথে চরম দুর্ব্যবহার করেন।মামলার তিন আসামির মধ্যে ২জনকে পুলিশ গ্রেফতার করে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন,মামরার পর থেকেই আসামীপক্ষের সাথে থানা পুলিশের সখ্যতা ও প্রভাব বিস্তারের কারনে দেড় মাস পরে গত ২৩এপ্রিল/২২ ময়না তদন্তে রিপোর্টে নানা রকম অসঙ্গতি ও পক্ষপাতমুলক রিপোর্ট আমি প্রত্যাখান করছি।ময়না তদন্তের রিপোর্টটি সঠিক নয়।কারন লাশের সুরতহাল করার সময়ে আমাদের স্বাক্ষ্য না নিয়ে সাক্ষী হিসেবে আসামির ভাই শিশির মজুমদার ও তার বন্ধু বান্ধদের স্বাক্ষ্য নেয়া হয়েছে। আমি পূনরায় লাশের পূনঃ ময়না তদন্ত ও মামলা পিবিআই/সিআইডিতে হস্তান্তের দাবি জানাচ্ছি।এ ব্যাপারে ভোলা নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে একটি মামলা দায়ের করেছি।মামলা নং১৫৯/২০২২

সর্বশেষ