১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

চরফ্যাশনে তিন ইটভাটা বন্ধ, জরিমানা ৩ লাখ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ভোলার চরফ্যাশন উপজেলায় পরিবেশ অধিদফতরের অভিযানে বন্ধ করে দেওয়া হয়েছে তিনটি অবৈধ ইটভাটা। এছাড়া ঐ তিন ইটভাটাকে জরিমানা করা হয়েছে তিন লাখ টাকা।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোলা পরিবেশ অধিদফতরের অভিযানে ঐসব ইটভাটাগুলো বন্ধ করাসহ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোলা পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি। এ সময় পরিবেশ অধিদফতর ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তোতা মিয়া উপস্থিত ছিলেন।

তিনি জানান, চরফ্যাশন ফায়ার সার্ভিস ও দুলারহাট থানা পুলিশের সহায়তায় যমুনা ব্রিকস, পদ্মা ব্রিকস ও তেঁতুলিয়া ব্রিকস নামের তিনটি ইটভাটায় অভিযান চালানো হয়েছে। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অমান্য করায় ইটভাটা তিনটিকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ইটভাটা তিনটিকে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমান করেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি। অবৈধ ইটভাটা বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পরিবেশ অধিদফতরের এই কর্মকর্তা।

সর্বশেষ