২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ও গভর্নর নিহ*ত নিশানবাড়ীয়া ইউপি চেয়ারম্যানকে ৫০ হাজার টাকা জরিমানা লন্ডনে যুদ্ধবিরোধী বিক্ষোভ: ফিলি*স্তিনে গ*ণহ*ত্যা বন্ধের দাবী দেশের বীমা খাতে দৃষ্টান্ত স্থাপন করছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স ২৯ মে সারাদিন লালমোহন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে কাপ পিরিচ মার্কায় ভোট দিন আবারও বাড়ল স্বর্ণের দাম সৌদিতে ২৮৭৬০ বাংলাদেশি হজযাত্রী পৌঁছেছেন, দুইজনের মৃত্যু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত উপজেলা নির্বাচন : দ্বিতীয় ধাপে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন সোমবার থেকে ৬৫ দিন সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা

চরফ্যাশনে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ সন্তানের জননীর অনশন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ভোলা প্রতিনিধি ::: ভোলার চরফ্যাশনে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন দুই সন্তানের জননী। সোমবার (৬ মে) থেকে শশিভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের প্রেমিক জুয়েলের বাড়িতে অবস্থান করছেন প্রেমিকা। এ ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত জুয়েল।

প্রেমিক জুয়েল একই ওয়ার্ডের আবুল কাশেম মিয়ার ছেলে। সে ঢাকা সরকারি তিতুমীর কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত বলে জানা গেছে।

ভুক্তভোগী গৃহবধূ জানান, প্রায় তিন বছর ধরে জুয়েলের সঙ্গে প্রেমের সম্পর্ক। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় জুয়েল তার বাসায় আসা-যাওয়া করত। রোববার গৃহবধূর স্বামী নদীতে মাছ ধরা শেষে গভীর রাতে নিজ বাড়ি ফিরলে অভিযুক্ত জুয়েলকে হাতেনাতে আটক করে। পরে কৌশলে পালিয়ে যায় সে। এ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূর স্বামী তাকে ঘর থেকে তাড়িয়ে দিলে সোমবার দুপুরে প্রেমিক জুয়েলের বাড়িতে অবস্থান নেন।

গৃহবধূ অভিযোগ করে জানান, জুয়েলের জন্য তার সংসার ভেঙেছে। এখন তাকে বিয়ে না করলে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই।

এ বিষয়ে অভিযুক্ত জুয়েলের বাবা আবুল কাশেম মিয়া জানান, আমার কোনো ছেলে সন্তান নেই। আমি জুয়েলকে নিদাবি দিয়ে দিয়েছি। তার যা ইচ্ছা তাই করুক।

১৪নং জাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দীন হাওলাদার বলেন, এটি সমাধানের জন্য উভয় পরিবারের অভিভাবক আমার কাছে এসে সমাধান চেয়েছে। যেহেতু জুয়েল পলাতক সেহেতু তার অনুপস্থিতিতে কোনো সমাধানই কার্যকর হবে বলে আমার মনে হয় না। তাই এর কোনো সমাধানই আমার কাছে নেই।

অভিযুক্ত জুয়েল পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

শশীভূষণ থানার ওসি মো. এনামুল হক জানান, অনশনের বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

সর্বশেষ