৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

চরফ্যাশনে ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সমাবেশ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এম লোকমান হোসেন, নিজস্ব প্রতিবেদক :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষন ইউনেস্কে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে চরফ্যাশন উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ৭মার্চ (রবিবার) সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে পুষ্প স্তবক অর্পনের মধ্য দিয়ে প্রশাসনিক ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু এক কঠিন সংকটময় পরিস্থিতিতে তাঁর এ ঐতিহাসিক ভাষন প্রদান করেন। ১০ লক্ষাধীক লোকের সামনে পাকিস্তানী দস্যুদের কামান- বন্দুক ও মেশিনগানের হুমকির মুখে সামরিক কর্তৃপক্ষকে চারটি শর্ত দিয়ে ভাষনের শেষাংশে বজ্রকন্ঠে ঘোষনা করেন” এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন। এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস,চরফ্যাসন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান স্বপন ,মুক্তিযোদ্ধা চরফ্যাসন কমান্ডের সাবেক কমান্ডার মোল্লা আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা হাসেম মিয়াসহ আরও অনেকে।

সর্বশেষ