১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

চরফ‌্যাশনে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে প্রাণ গেল গৃহবধূর

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ভোলা প্রতিনিধি ::: ভোলার চরফ‌্যাশনে নি‌জের স্বামীর বসত বা‌ড়ি‌তে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে ইয়াস‌মিন বেগম (৩২) না‌মে এক গৃহবধূর মৃত‌্যু হ‌য়ে‌ছে। শুক্রবার (২৮ জুন) উপ‌জেলার আ‌মিনাবাদ ইউ‌নিয়‌নের হা‌লিমাবাদ গ্রা‌মের হাওলাদার বা‌ড়িতে এ ঘটনা ঘ‌টে।

তি‌নি ওই বা‌ড়ি‌র মো: নিরব হাওলাদা‌রের স্ত্রী।

নিহ‌তের স্বজনরা জানান, তার স্বামী একজন অ‌টো চালক। আজ শুক্রবার সকা‌লে তার স্বামীর অ‌টো‌টি বতসঘ‌রের পা‌শে চার্জ দেওয়া হ‌চ্ছিল। প‌রে ওই গৃহবধূ অ‌টো‌টি চার্জ থে‌কে খোলার সময় হঠাৎ তি‌নি বিদ‌্যুৎস্পৃষ্ট হন। ওই সময় তার প‌রিবা‌রের সদস‌্য ছু‌টে এ‌সে তা‌কে উদ্ধার ক‌রে চরফ‌্যাশন উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে সেখানকার চি‌কিৎসকরা তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

চরফ‌্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো: সাখাওয়াত হো‌সেন ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রেন।

সর্বশেষ