২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
দেশের বীমা খাতে দৃষ্টান্ত স্থাপন করছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স ২৯ মে সারাদিন লালমোহন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে কাপ পিরিচ মার্কায় ভোট দিন আবারও বাড়ল স্বর্ণের দাম সৌদিতে ২৮৭৬০ বাংলাদেশি হজযাত্রী পৌঁছেছেন, দুইজনের মৃত্যু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত উপজেলা নির্বাচন : দ্বিতীয় ধাপে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন সোমবার থেকে ৬৫ দিন সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা মধ্যরাত থেকে সাগরে মাছ ধরা ৬৫ দিন বন্ধ বোরহানউদ্দিনে ভোটারদের টাকা দেওয়ার ছবি ভাইরাল, ক্ষমা চাইলেন ইউপি চেয়ারম্যান উপজেলা নির্বাচন ঘিরে ভোলার উপকূলীয় এলাকায় কোস্টগার্ড মোতায়েন

চাউলাকাঠি মাদরাসার ২৩ শিক্ষক-কর্মচারী পরিবারের মানবেতর জীবন-যাপন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ দু’মাস বেতন-ভাতা না পাওয়ায় বরিশালের বানারীপাড়ায় চাখার ইউনিয়নের চাউলাকাঠি ইসলামিয়া ফাজিল মাদরাসার ২৩ শিক্ষক-কর্মচারী পরিবার মানবেতর জীবন-যাপন করছেন। একদিকে কোভিড-১৯ প্রাণঘাতি নভেল করোনাভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া ও অপরদিকে বেতন-ভাতা না পাওয়ায় ওই পরিবারগুলোর সদস্যদের চোখে অমানিশার ঘোর অন্ধকার নেমে এসেছে। জানা গেছে চাখার ইউনিয়নের চাউলাকাঠি ইসলামিয়া ফাজিল মাদরাসার গভর্নি বডির কমিটি না থাকায় ওই মাদরাসার ২৩ শিক্ষক ও কর্মচারীর বেতন-ভাতা বন্ধ হয়ে যায়। এদিকে তিন শ’ টাকার নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অনুমোদনবিহীন পকেট গভর্নিং কমিটি দেখিয়ে বেআইনী অঙ্গীকার নামা দাখিল করে রূপালী ব্যাংক বানারীপাড়া উপজেলা শাখা থেকে বেতন-ভাতা তোলার চেষ্টা করে ব্যর্থ হন তারা। অভিযোগ রয়েছে ওই অঙ্গীকারনামা দিয়ে এর আগে দু’বছর বেআইনীভাবে বেতন-ভাতা উত্তোলন করেন তারা। এ নিয়ে প্রশ্ন দেখা দিলে শিক্ষা সচেতন স্থানীয় ইউপি সদস্য ও উপজেলা যুবলীগ নেতা মেজবাউদ্দিন সোহেল ব্যাংকের শাখা ব্যবস্থাপক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করার পরে গত আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা তুলতে ব্যর্থ হন ওই ২৩ শিক্ষক-কর্মচারী। তবে পবিত্র ঈদুল আজহার সময় মানবিক কারনে শর্ত সাপেক্ষে তাদের জুলাই মাসের বেতন-ভাতা দেওয়া হয়েছিলো। ওই সময় একশত টাকার নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ফজলুর রহমান অঙ্গীকার করেছিলেন এক মাসের মধ্যে তিনি ব্যাংকে অনুমোদিত কমিটি দাখিল করবেন। কিন্তু তাতে ব্যর্থ হওয়া ও ইউপি সদস্য মেজবাউদ্দিন সোহেলের লিখিত অভিযোগের সত্যতা পেয়ে ব্যাংকের শাখা ব্যবস্থাপক বেতন-ভাতা বন্ধ করে দেন। এছাড়া এ বিষয়ে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের তিন হাজার টাকা জমা দিয়ে চাখারের বড় ভৈৎসর গ্রামের শিক্ষানুরাগী মোস্তাফিজুর রহমান টুটুল লিখিত অভিযোগ দাখিল করলে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুর রহমানকে শোকজ করা হয়। এ বিষয়ে রূপালী ব্যাংকের বানারীপাড়া উপজেলা শাখার ব্যবস্থাপক মো. মাসুম জানান ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত গভর্নিং বডির পুর্নাঙ্গ কমিটি দাখিল করতে না পারায় তাদের বেতন-ভাতা সাময়িক বন্ধ রাখা হয়েছে। এ প্রসঙ্গে চাউলাকাঠি ইসলামীয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ফজলুর রহমান মাদরাসার গভর্নিং বডির অনুমোদিত পুর্নাঙ্গ কমিটি না থাকায় বেতন-ভাতা তুলতে না পারার কথা স্বীকার করে জানান, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় থেকে কমিটি অনুমোদনের চেষ্টা চলছে। এদিকে সদ্য অবসরে যাওয়া অধ্যক্ষ মাওলানা আব্দুল হাইয়ান ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে স্থানীয় ইউপি সদস্য ও উপজেলা যুবলীগ নেতা মেজবাউদ্দিন সোহেল সম্প্রতি নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বানারীপাড়া সহকারী জজ আদালতে মামলা দায়ের করেছেন। ওই মামলায় মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও তার দুই সহোদর ছাড়াও শিক্ষা সচিব,ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিষ্টার,মাদরাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান,বরিশাল জেলা প্রশাসক,উপজেলা নির্বাহী কর্মকর্তা,জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং রূপালী ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ ২২ জনকে বিবাদী করা হয়। জানা গেছে আগামী ২৪ অক্টোবর বিবাদীদের লিখিত জবাব দিতে বলেছেন আদালত।

সর্বশেষ