২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

চাওড়া ইউনিয়নের ৬০২টি জেলে পরিবার পেল বিশেষ ভিজিএফ’র চাল

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হারুন রশীদ রশিদ,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ সমুদ্রে মৎস্য আহরনে বিরত থাকা বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ৬০২টি জেলে পরিবারের মধ্যে বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।

আজ (সোমবার) বেলা ১১টায় বৈঠাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধণ করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান খান বাদল।

সমুদ্রে মৎস্য আহরনে বিরত থাকা ওই ইউনিয়নের ৬০২টি জেলে পরিবারের মধ্যে মানবিক খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে বিশেষ ভিজিএফ’র চাল প্রদান করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার পক্ষে ওই কার্যালয়ের ক্ষেত্র সহকারী বাবু জগদীশ চন্দ্র শীল, সাধারণ ও সংরক্ষিত ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

চাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান খান বাদল বলেন, সমুদ্রে মৎস্য আহরনে বিরত থাকা ৬০২টি জেলে পরিবারের মধ্যে পরিবার প্রতি ৩০ কেজি করে বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।

সর্বশেষ