১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

চাকুরি দেওয়ার নামে ৯ লাখ টাকা হাতিয়ে নিল বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ!

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল নগরের প্রাণকেন্দ্র সদর রোডে অবস্থিত বরিশাল সিটি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির কর্মচারী পদে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অধ্যক্ষ সুজিত কুমার দেবনাথ কয়েকবছর আগে টাকা নিলেও এখন পর্যন্ত চাকুরি দেননি বলে অভিযোগ করেছেন সাহিন সিকদার নামক এক যুবক।

রোববার সকালে বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে অধ্যক্ষর বিরুদ্ধে তিনি এসব অভিযোগ করেন। সাহিন সিকদার কলেজ সংলগ্ন ফকির বাড়ি সড়কের বাসিন্দা।

সাহিন সিকদার জানান, ফকির বাড়ি সড়কের অধ্যক্ষর মালিকানাধীন ‘মাতৃছায়া কিন্ডার গার্ডেন’ এর সামনে ফলের ব্যবসা করার সুবাদে সুজিত কুমারের সঙ্গে তার পরিচয় হয়। সম্পর্কের এক পর্যায়ে কলেজের পিয়ন পদে চাকুরি দেওয়ার কথা বলে বিভিন্ন সময়ে পর্যায়ক্রমে ৯ লাখ টাকা নেন অধ্যক্ষ। পরে চাকুরি না পেলে টাকা ফেরত চান সাহিন। অধ্যক্ষ টাকা ফেরত দিতে নানা টালবাহানা শুরু করেন। একপর্যায়ে গত বছর ২৯ মার্চ সাহিনকে অপহরণের পর বেদম মারধর ও জোরপূর্বক স্টাম্পে স্বাক্ষর রেখে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায় অধ্যক্ষর ভাড়াটিয়া সন্ত্রাসীরা। এসব ঘটনায় অধ্যক্ষর বিরুদ্ধে সাহিন দুটি মামলা দায়ের করেছেন। কিন্ত মামলা পরিচালনায় আদালতে না যেতে তাকে নানা ভয়ভীতি দেখাচ্ছে অধ্যক্ষর সন্ত্রাসীরা।

তবে সব অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ সুজিত কুমার দেবনাথ বলেন, ফলের ব্যবসায় বিনিয়োগের জন্য তিনি সাহিনকে ১৪ লাখ টাকা ধার দিয়েছিলেন। ওই টাকা ফেরত না দেওয়ার জন্য সে বিভিন্ন মিথ্যা অভিযোগ রটাচ্ছে।

অধ্যক্ষর দাবি, টাকা ফেরত বাবদ সাহিন তাকে ১৪ লাখ টাকার চেক দিয়েছিলেন। সংশ্লিষ্ট হিসাব নম্বরে টাকা না থাকায় তিনি সাহিনের বিরুদ্ধে চেক প্রতারণা মামলা করেছেন। তবে সাহিন জানান, তাকে অপহরণের সময় তার সঙ্গে থাকা চেকসহ একটি মানিব্যাগ নিয়ে যায় অপহরণকারীরা। অপহরণের ঘটনার ৩ মাস পর ১৪ লাখ টাকা পাওনার একটি উকিল নোটিশ দিয়েছেন অধ্যক্ষ।

সর্বশেষ