১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

চালিতাবুনিয়াতে বজ্রপাতে এক জেলে নিহত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি বজ্রপাতে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়াতে মাছ ধরতে গিয়ে রুমান মুফতি (৩৫) নামের এক জেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে উপজেলার রাবনাবাদ নদীতে এ ঘটনা ঘটে। নিহত রুমান উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের অলি মুফতির ছেলে।
জানা গেছে, স্থানীয় শহিদ ফকিরের মালিকানাধীন ট্রলারের পাঁচ জেলে চালিতাবুনিয়া সংলগ্ন রাবনাবাদ নদীতে মাছ ধরছিল। কিন্তু বিকেল ৩ টার দিকে হঠাৎ বজ্রবৃষ্টি ও ঝড়ো বাতাস শুরু হয়। পরে তারা তীরে ফিরে আসার সময় তাদের ট্রলারে আকস্মিক বজ্রপাত হয়। এ বজ্রপাতে রুমান মুফতিসহ একই এলাকার জেলে রাসেল, তৌসিফ ও ইয়াকুব আহত হয়। আহতদের তাৎক্ষণিক কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাদের মধ্যে রুমান মুফতি মারা যান এবং বাকি তিনজন চিকিৎসাধীন বলে এ ঘটনাটি নিশ্চিত করেছেন চালিতাবুনিয়া ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম। এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, আমরা এবিষয়ে হাসপাতালে খোঁজখবর নিচ্ছি।

সর্বশেষ