৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

`চুম্বক ও কাষ্ঠ’ —–মাসুম বিল্লাহ্

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

চুম্বক ও কাষ্ঠ

–মাসুম বিল্লাহ্

দৃষ্টিগোচরে বিভ্রম বলেই কি বস্তু হয়না?
বায়ু টুকু বন্ধ করলেই যে তোমার প্রাণ রয়না৷
বায়ু কি কভু এসেছিল তোমার দৃষ্টিতে?
প্রমাণ সাপেক্ষে তুমি সব কিছু কর বিশ্বাস,
সহস্র বছর পূর্বে কি ছিলনা ব্যাকটেরিয়ার নিবাস?
ছিলনা কি সেই সকল অজানা বস্তু তখন সৃষ্টিতে?
অনুবীক্ষণ যন্ত্রে যেন মন্ত্র কর আবিষ্কার!
অতিক্ষুদ্র ভাইরাসের ও পাও তুমি আকার,
গর্ব তোমার জ্ঞান বিজ্ঞানের অগ্রগতিতে ?
জান কি? তোমার মস্তিষ্কের বিস্তৃতি দশ লক্ষ জিবি ডাটা,
একশো কোটি বিলিয়ন নিউরনে আছে তা ভাই সাটা,
কোন যন্ত্র তা পড়েনি বলেই কি তা পাওনা অনুভূতিতে?
ধাতব এসডি কার্ড কি পড়া সম্ভব চর্ম চোখে?
আঁধার রাতে বাদুর বলো কেমন করে দেখে?
নেটওয়ার্ক আছে, মোবাইল নেই, হবে কি ভাই কথা?
এসডি কার্ড পড়তে যেমন মোবাইলের দরকার,
তরঙ্গমালার অনুবাদ করতে চাই মোবাইল কনভার্টার৷
চর্ম চোখেই কি দেখতে চাও তোমার সৃষ্টি কর্তা?
খালি চোখে সূর্য দেখলেই চোখে আসে জল,
লাখো সূর্য যাঁর হাতে তৈরী তাঁরে কিভাবে দেখবে বল?
এই মর্তে নয় জান্নাতেই দেখবে এটাই প্রভুর বার্তা৷
আড়াল থেকে চুম্বক যখন লোহাকে টানে,
কাষ্ঠ ভাবে সবকিছুই ভ্রান্ত, কিছু নেই ঐখানে!
বস্তুত কাষ্ঠের চুম্বক দেখার নেই যে সক্ষমতা!
আমরা হলাম সেই সে কাষ্ঠ,
হয়ে আছি পথভ্রষ্ট!
08/12/2020

সর্বশেষ