২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

চুয়াডাঙ্গার নয়মাইল বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এম.এ.আর নয়ন, স্টাফ রিপোর্টার:

চুয়াডাঙ্গা সদরের নয়মাইল বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে। রবিবার (২৭শে সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।অভিযানে নয়মাইল বাজারের মেসার্স বিসমিল্লাহ স্টোরকে পূর্বে সতর্ক করা সত্ত্বেও মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য, চকলেট, পানীয় ও অন্যান্য মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ধারায় ৬,০০০/- (ছয় হাজার) টাকা ও মেসার্স সায়মা ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধের পাতার তারিখ কেটে বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩৭,৫১ ধারায় ৪,০০০/- (চার হাজার) টাকা জরিমানা করা হয়। অভিযানে ২টি প্রতিষ্ঠানকে মোট ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।পরবর্তীতে আরও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং সবাইকে মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণ করতে বলা হয় এবং উপস্থিত জনসাধারণকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কে অবহিত করা হয়।অভিযানে চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম সজল আহমেদকে সহযোগিতা করেন।

সর্বশেষ