১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

চুয়াডাঙ্গায় ইসলামী সংগীত প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার ।।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক গ্রুপ চুয়াডাঙ্গা পরিবার কর্তৃক আয়োজিত ইসলামী সংগীত প্রতিযোগিতা (সিজন-১) এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৭ই জুলাই) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গার হিজলগাড়ী বাজারস্থ মীর সুপার মার্কেটের ২য় তলায় চুয়াডাঙ্গা পরিবারের অস্থায়ী কার্যালয়ে পরিবারের এডমিন সাংবাদিক আরিফ হাসানের পরিচালনায় ও ইসলামী সংগীত প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহ্বায়ক হাসানুজ্জামান ফরহাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হিজলগাড়ী বাজার কমিটির সাবেক সভাপতি মীর মফিজ উদ্দিন, চুয়াডাঙ্গা পরিবারের উপদেষ্টা বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মুকিত জোয়ার্দ্দার। এছাড়া উপস্থিত ছিলেন, পরিবারের পরিচালক, সাংবাদিক আব্দুস সামাদ অপূর্ব, সাংবাদিক এম.এ.আর.নয়ন, সাংবাদিক আনিস বিশ্বাস, সাংবাদিক জহুরুল ইসলাম জনি, আব্দুর রহমান, চুয়াডাঙ্গা পরিবারের সদস্য ও পদ্মা এগ্রো সীডের পরিচালক সুলতান হোসেন প্রমুখ। স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইসলামী সংগীত প্রতিযোগিতার ১ম স্থান অধিকারী মাওলানা মহি উদ্দিন, ২য় স্থান অধিকারী হাফেজ আবু বক্কর ও ৩য় স্থান অধিকারী শামীম রেজার পক্ষে তার মামা উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন। চুয়াডাঙ্গা পরিবার ফেসবুক গ্রুপের পরিচালক ও ইসলামী সংগীত প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহ্বায়ক হাসানুজ্জামান ফরহাদ বলেন, সুস্থ সাংস্কৃতিক চর্চা বিকাশের সহযোগী হিসাবে চুয়াডাঙ্গা পরিবারের পক্ষ থেকে প্রতি বছর ধারাবাহিকভাবে ইসলামী সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হবে। পরিবারের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক আরিফ হাসান বলেন, অল্প সময়ে চুয়াডাঙ্গা পরিবারের সদস্য বৃদ্ধি ও জেলাব্যাপী যে পরিচিতি ও গ্রহণযোগ্যতা পেয়েছে তা কেবল মাত্র সম্ভব হয়েছে জেলাবাসীর ভালোবাসার কারণে। চুয়াডাঙ্গা পরিবারের প্রতি সাধারণ মানুষের এই ভালোবাসার শক্তিতে ভর দিয়ে এগিয়ে যাবে চুয়াডাঙ্গা পরিবার। ইসলামী সংগীত প্রতিযোগিতার বিজয়ী তিনজনের হাতে ক্রেস্ট, পবিত্র কোরআন শরীফ, পরিবেশ বান্ধব দুটি করে ফলজ গাছ ও অন্যান্য শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

সর্বশেষ