১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

চুয়াডাঙ্গায় পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে ১জন গুলিবিদ্ধ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার ।। চুয়াডাঙ্গায় পাওনা টাকা নিয়ে সৃষ্ট সংঘর্ষে প্রতিপক্ষের ছোড়া গুলিতে সাচ্চু (৪৫) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। তিনি পৌর এলাকার মৃত আরিফিনের ছেলে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৭শে ফেব্রুয়ারি) বেলা ৩টা ৫০ মিনিটের সময় চুয়াডাঙ্গা বাসটার্মিনাল এলাকার ঝিনাইদহ বাসস্ট্যাণ্ডের ইফাদ মটরসের সামনে এই ঘটনা ঘটে।

ঘটনা শোনামাত্র দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। তাদের হাতে ৬ রাউণ্ড গুলি এবং একটি ম্যাগজিনসহ আটক হয় বাকের নামের এক আসামি। গ্রেফতারকৃত আসামি চুয়াডাঙ্গা কলোনিপাড়ার সাহেবের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান। অন্যান্য আসামিদের ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

প্রাথমিকভাবে জানা যায়, সাচ্চুর সাথে চুয়াডাঙ্গা নূরনগর কলোনীপাড়ার সাহেব আলীর ছেলে বাকের ও সাকের আলীর টাকা পয়সা লেনদেন সংক্রান্ত কারণে বিরোধ চলছিলো। সেই ঘটনার সূত্র ধরেই এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে

সর্বশেষ