১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ আটক

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

 

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার ।। চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১১৮ বোতল ভারতীয় মদ আটক করেছে (বর্ডার গার্ড বাংলাদেশ) বিজিবি। গতকাল শনিবার রাতে এসব মদ আটক করা হয়।

বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ জীবননগর বিওপি’র টহল দল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় চুয়াডাঙ্গার জীবননগর থানাধীন ডাংগাপাড়া গ্রামের মাঠের মধ্যে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ৭১ বোতল ভারতীয় মদ আটক করা হয়।

এছাড়া শনিবার রাত ৮টার সময় একই ব্যাটালিয়নের অধীনস্ত মেদিনীপুর বিওপ’র টহল দল জীবননগর থানাধীন চ্যাংখালী গ্রামের পাট ক্ষেতের মধ্যে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৪৭ বোতল ভারতীয় মদ আটক করে।

রবিবার (১১ই জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর পরিচালক লে. কর্ণেল কামরুল আহসানের পক্ষে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।

সর্বশেষ