২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বরিশালে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চরকাউয়ায় যুবলীগ নেতা খান মামুনের গণসংযোগ বাংলাদেশে বর্তমানে ভারতের তাবেদার সরকার শাসন করছে : বরিশালে ভিপি নুর বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ, ইমামের কক্ষে আগুন উজিরপুরে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার কাউখালীতে পাটি খাতে রূপালী ব্যাংকের ক্লাস্টার ভিত্তিক ঋণ বিতরণ বিআরডিবি'র কার্যক্রম পরিদর্শনে সচিববৃন্দ মনপুরায়, কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও উঠান বৈঠক বরিশালে ‘সাড়ে তিনশ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত শহর রক্ষা বাধ দখলের মহোৎসব উজিরপুরে মাদকসহ জেলা ডিবি'র খাচায় ১ মাদক কারবারী আটক রাজাপুরে নিখোজ ভ্যান চালকের লাশ ভাসছিলো নদীতে

জনবল সংকটে ঝালকাঠির প্রাথমিক শিক্ষা বিভাগ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ঝালকাঠি প্রতিনিধি ::: ঝালকাঠি প্রাথমিক শিক্ষা বিভাগে জনবল সংকট চরমে। ৬৫ জনের কার্য সম্পাদন হচ্ছে ৩৬ জন দিয়ে। ২৯টি পদ শূন্য থাকায় কার্য সম্পাদনে বেগ পেতে হচ্ছে কর্মরতদের।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ঝালকাঠি জেলায় প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিও) এবং চার উপজেলায় শিক্ষা অফিসার (ইউইও) পদে কর্মরত আছেন পাঁচজন। কিন্তু সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (এডিপিও) পদে দুটি পদ থাকলেও কর্মরত আছেন একজন। উচ্চমান সহকারী পদে একটি অনুমোদিত পদ থাকলেও সেটি শূন্য রয়েছে। ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, গাড়িচালক, নৈশপ্রহরী পদগুলো শূন্য হয়ে আছে দীর্ঘদিন ধরে।

জেলার চারটি উপজেলায় ২৬ জন সহকারী উপজেলা শিক্ষা অফিসারের পদ থাকলেও কর্মরত আছেন ১৫ জন। ১১ জনের শূন্য পদ দিয়ে চলছে জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর তদারকি ও দাপ্তরিক কাজ। এছাড়া উচ্চমান সহকারী কাম হিসাব সহকারীর চারটি পদ থাকলেও তার দুটি পদই শূন্য। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরে ১০ জনের পদ থাকলেও কর্মরত আছেন তিনজন। হিসাব সহকারীর চারটি পদের বিপরীতে কর্মরত একজন। অফিস সহায়ক (এমএলএসএস) পদে চারজনের স্থলে তিনজন থাকলেও একটি পদ শূন্য রয়েছে।

এ বিষয়ে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার উম্মে ছালমা লাইজু বলেন, ঝালকাঠি জেলায় প্রাথমিক শিক্ষা বিভাগে জনবলে অনেক ঘাটতি রয়েছে। এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। জাতীয়ভাবে যদি জনবল নিয়োগ দেয় তাহলে আমরা কয়েকজন জনশক্তি পাবো। এছাড়া জনবল নিয়োগের আর কোনো সুযোগ নেই।’’

সর্বশেষ