১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

জমি দখল করে রাস্তার কাজ, জেলা প্রশাসক এর দ্বারস্থ অসহায় পরিবার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

স্টাফ রিপোর্টার : কোনও রকম অনুমতি ছাড়াই বাড়ির জায়গা দখল নিয়ে চলছে সরকারি রাস্তা তৈরির কাজ। প্রতিবাদ জানাতে গেলে মিলছে ঠিকাদারি সংস্থার হুমকি। ফলে বিষয়টি নিয়ে ঝালকাঠি জেলা প্রশাসক, নির্বাহী প্রকৌশলী, ইউপি চেয়ারম্যান, বরাবর একটি দরখাস্ত করেছেন অসহায় পরিবার। ঘটনাটি ঘটেছে, ঝালকাঠি সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে মৃত্যু আজার আলীর ছেলে জলিল সরদারের বাড়িতে।

ওই পরিবারের অভিযোগ, কোনও রকম আগাম নোটিশ ছাড়াই তাদের জমি দখল করে সরকারি রাস্তা তৈরি করা হচ্ছে। এব্যাপারে প্রতিবাদ করলে ঠিকাদারি সংস্থার সঙ্গে যুক্ত লোকেরা হুমকি দিচ্ছে। জেলা প্রশাসনকে জানানোর পাশাপাশি,এল. জি. ই. ডি নির্বাহী প্রকৌশলী ঝালকাঠি,ও ১নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করেছেন বি এস রেকর্ড অনুযায়ী সরকার নির্ধারিত জমির এর মধ্য দিয়ে রাস্তা নির্মাণ করার জন্য। মোঃ জলিল সরদার জানান রামচন্দ্রপুর মৌজা বর্তমান বিএস জরিপে ৯৯৯ খতিয়ানে ৩৯৩ দাগে ৬৭ শতাংশ জমি আমাদের মালিকানাধীন ও ভোগ দখলীয় বিএস ৩৯৩ নং আগের পশ্চিম পাশ দিয়া উত্তর দক্ষিণ পাশে সরকারি হালট রহিয়াছে জাহা ৩৮৯ বিএস নকশায় সুস্পষ্ট উল্লেখ্য আছে। বর্তমান সময়ে ওই রাস্তায় অধীনে পিচ ঢালাই রাস্তা নির্মাণের প্রকল্পের কাজ অনুমোদন হলে নকশা উল্লেখিত চিহ্নিত জমির রাস্তা কাজ শুরু না হওয়া আমার মালিকানাধীন ও ভোগদখলীয় ৩৯৩নং দাগের জমির মধ্য দিয়া রাস্তা নির্মাণের কাজ আরম্ভ হয় তাহাতে অপূরণীয় ক্ষতির কারণ হয় ওই জমির ওপর মাটি ফেলা শুরু হয়েছে। এব্যাপারে আগাম কোনও সরকারি নির্দেশিকা তাদের জানানো । এমনকি পাননি কোনও ক্ষতিপূরণও। বরঞ্চ নিজেদের পৈত্রিক সম্পত্তি দখল করে নেওয়ার প্রতিবাদ করতে গেলে ঠিকাদার মিলন খন্দকার ও তার সহয়োগী কামাল বাহিনীর লোকজন তাদের মারধর এবং ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছে। জলিল সরদার অভিযোগ করে বলেন, তিনি একজন দিনমজুর কাজ করে সংসার চালান। বাড়ির এই জমিটুকুই তাদের শেষ সম্বল । এর বিরুদ্ধে তিনি স্থানীয় প্রশাসনকে অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু কোনও সুরাহা হয়নি।তিনি বলেন, তাদের এই জমিটাই ভরশা । জমি সমস্ত কাগজ তার কাছে রয়েছে। বংশানুক্রমে এই জমি ভোগ করে আসছেন। এই জমির উপর তার সংসার নির্ভর করে। প্রশাসন এর কোনও ব্যবস্থা না নিলে তাকে এবং তার পরিবারকে না খেয়ে মরতে হবে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য,রাস্তা নির্মাণ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। কিন্তু তার ভোগ দখলীয় বিএস ৩৯৩ নং আগের পশ্চিম পাশ দিয়া উত্তর দক্ষিণ পাশে সরকারি হালট রহিয়াছে জাহা ৩৮৯ বিএস নকশায় সুস্পষ্ট উল্লেখ্য আছে ওখান থেকে হলে সমস্যা নেই। পরিবারটি অত্যন্ত গরীব। তার জমির উপর দিয়ে রাস্তা হলে অসহায় পরিবারটি একদমই শেষ হয়ে যাবে।তাই প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছে এই অসহায় পরিবার।

সর্বশেষ