২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে গলাচিপায় বর্ণাঢ্য র‍্যালী, সাতাঁর প্রতিযোগিতা ও আলোচনা সভা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী ,প্রতিনিধি:
” ইলিশ হলো মাছের রাজা- জাটকা ধরলে হবে সাজা” এ শ্লোগানে ১১ জানুয়ারী সোমবার পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রশাসন ও মৎস্য প্রাণিসম্পদ তথ্য দপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৪ উদযাপিত হয়।

এসময়ে উপজেলা সিনিয়র মৎস্য অফিস চত্তর থেকে বর্ণাঢ্য আয়োজনে ব্যানার ও ফেষ্টুন নিয়ে সরকারি বে-সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন এলাকার জেলে, জনসাধারণ, আও’য়ামী মৎস্যজীবি লীগ অঙ্গ সংগঠনে অংশ গ্রহনে একটি বিশাল র‍্যালী বের হয়। পরে উপজেলা চত্তরে নির্বাহী অফিসার মোহাম্মদ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময়ে বিশেষ অথিতি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহিন, বিশেষ অতিথি,পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুজ্জামান। আরো উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল করিম, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সিনিয়র সাংবাদিক মু.খালিদ হোসেন মিল্টন, ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ রায় , মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহমুদ হাসান সাবু প্রমূখ।

আলোচনায় ১০ ইঞ্চি বা ২৫ সেন্টমিটার ইলিশ ধরা, মজুদ/হেফাজতে রাখা (১) বছর অথবা ২ বছর সহ ৫ হাজার টাকা অথবা উভয় দন্ডে দণ্ডিত হওয়ার আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবেন বলে উল্লেখ করা হয়েছে। তাই সকলকে দেশের রুপালী সম্পদ রক্ষায় রাষ্ট্রীয় আইন মেনে চলার অনুরোধ জানান।

পরে সাতাঁর প্রতিযোগীতায় অংশগ্রহণ কারীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।

সর্বশেষ