১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

জাতির পিতার ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মির্জাগঞ্জে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মো;গোলাম সরোয়ার মনজু

“জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে আজ শনিবার সকাল ১০ টায় মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের
উদ্যোগে মানববন্ধন করা হয়।
এ মানববন্ধন অনুষ্ঠানে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সরোয়ার হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হান উজ-জামান, মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ
শওকত আনোয়ার, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তার পক্ষে ডঃ তানিয়া (এমবিবিএস), মির্জাগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা মোঃ শাহ – আলম, মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো; মনিরুজ্জামান হাওলাদার ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, উপজেলার সকল সরকারি কর্মকর্তা গন উপস্থিত ছিলেন,

উক্ত মানববন্ধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃসরোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তারা কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য রাতের আধারে ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য তার জীবনের বেশিরভাগ সময় পাক-হানাদারদের নির্যাতনের মধ্য দিয়ে কারাবরণ করেছেন। অথচ যারা আজ তার
নির্মাণাধীন ভাস্কর্য রাতের আধারে ভাংচুর করেছে তারা ১৯৭১ সালের রাজাকারের
সহোচর বলে আমরা মনে করি। তাই তাদেরকে কোনভাবেই কোন প্রকার চক্রান্ত করতে দেয়া যাবে না। অবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মানববন্ধনের সমাপ্তি ঘটে।

সর্বশেষ