২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষে বরিশালে প্রস্তুতি সভা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরিশাল বাণী: ”আমার জীবন আমার সম্পদ বীমা করলে থাকবে নিরাপদ” স্লোগানে আগামী ১ মার্চ ২০২৩ জাতীয় বীমা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বরিশালে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের নিজস্ব ভবনে বরিশালের সকল বীমা কোম্পানির প্রতিনিধিদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের প্রকল্প পরিচালক মাসুদ রানার সভাপতিতে এ সময় উপস্থিত ছিলেন ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের নাসির উদ্দিন পারভেজ, জীবন বীমা কর্পোরেশনের গৌতম কুমার , সাধারণ বীমা কর্পোরেশনের ইলিয়াস রহমান ,প্রাইম লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের মোস্তাফিজুর রহমান, এ ছাড়াও বিভিন্ন বীমা কোম্পানির কর্মকর্তাবৃন্দ উপন্থিত ছিলেন । এর আগে সকালে বীমা কোম্পানির একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয় যান সেখানে জাতীয় বীমা দিবস কর্মসূচির সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন আলফা ইস্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন। বীমা কোম্পানিতে জাতির পিতার যোগদানের এই তারিখকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে ১ মার্চকে ‘জাতীয় বীমা দিবস’ ঘোষণা করেছে সরকার। প্রতি বছরের ন্যায় এ বছরে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কার্যকর প্রস্তুতি গ্রহণ করতে এ সভার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে আগামী ১ মার্চ দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ