১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মির্জা আহসান হাবিব ঃ উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালী জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস (অক্টোবর) ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৫ অক্টোবর সকাল ১০ টায় পটুয়াখালী পৌরসভার মিলনায়তনে পটুয়াখালী জেলা জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশল মোঃ ফয়েজ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোহ জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগে এর সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ গোলাম সারোয়ার। এ ছাড়াও বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মাহবুব আলম, কাউন্সিল নাহিদ আক্তার পারুল, সুশিল সমাজ থেকে এ এম ওয়াহিদুজ্জামান, আহসানিয়া মিশনের ফারুক আহম্মেদ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন পটুয়াখালী জেলা জনস্বাস্থ্য বিভাগের হিসাব রক্ষন সহকারী আবুল বাশার।
এ সময় বক্তারা বলেন শুধু করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্যই হাত ধোয়া নয় আরও অনেক রোগ থেকে অামরা মুক্ত থাকতে পারি। হাত ও মুখের মাধ্যমে আমাদের শরীরে রোগ জীবাণু ছড়ায়। তাই আমাদের সতর্ক থাকতে হবে যাত করোনা ভাইরাস সহ অন্য কোন রোগ না ছড়াতে পারে। তাই আমদের সকালের
একটু পর পর কমপক্ষে ২০ মিনিট হাত ধুতে হবে।

সর্বশেষ