২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বরিশালে অভয়াশ্রমের নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে ৮ জেলেকে জরিমানা বরিশাল-পটুয়াখালীসহ দেশের ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে দুটি মৃত কচ্ছপ বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার হলেন কবি বিজন বেপারী রোজা মানুষের মানবিক গুণাবলি বিকশিত করে : লায়ন মোঃ গনি মিয়া বাবুল বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সাথে এসএম জাকিরের মতবিনিময় সুধীজনদের সন্মানে  চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের ইফতার মাহফিল  হার্ডলাইনে পুলিশঃ এবার বরিশালে পরিবহন সেক্টরে নৈরাজ্য চলবেনা রোজা রেখে মুখের দুর্গন্ধ এড়াবেন যেভাবে বাসায় পর্যবেক্ষণে খালেদা জিয়া, সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের

জামশেদ শামীমের ‘ভাইরাল বউ’ পূর্ণতা চৌধুরী

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এ আল মামুন, বিনোদন ডেস্কঃ

গ্রামের মধ্যবিত্ত পরিবারের সহজ সরল ছেলে শামীম। অসুস্থ মায়ের পিড়াপিড়ীতে বিয়ে করেন পূর্ণতা নামের সুন্দরী একটি মেয়েকে। কিন্তু পূর্ণতা স্বামী সংসারের চেয়েও বেশী আসক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে। পূর্ণতা সেলিব্রেটি হতে চায়, ভাইরাল হতে চায়। আর এই সুয়োগটা নেয় শামীমের বন্ধু তুর্কি। তুর্কিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত। কোনো একদিন পূর্ণতা ভাইরাল হওয়ার নেশায় তুর্কির হাত ধরে পালিয়ে যায়। তুর্কি তাকে পতিতালয়ে বিক্রি করে দেয়, পূর্ণতার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। সে বুঝতে পারে সেলিব্রেটি হওয়ার নেশায় সে নিজেকে হারিয়ে ফেলেছে। এদিকে শামীমের আসুস্থ মাও যত্নের অভাবে মারা যায়। এভাবেই সামনে এগিয়ে যায় একক নাটক ‘ভাইরাল বউ’য়ের গল্প।

সম্প্রতি ‘RainDrop BD’র প্রযোজনায় সাভারের বর্ষা শ্যুটিং হাউজ ও তার আশেপাশের মনোরম লোকেশনে নির্মিত হলো একক নাটক ‘ভাইরাল বউ’। নাটকটির গল্প ভাবনা ও নির্বহী প্রযোজক ছিলেন জহিরুল ইসলাম। রচনা ও পরিচালনা করেছেন নাজমুল হাসান এবং ডিওপি ছিলেন জাহাঙ্গীর আলম হৃদয়। আর এতে অভিনয় করেছেন জামশেদ শামীম, পূর্ণতা চৌধুরী, হেদায়েত উল্লাহ তুর্কি এবং আনোয়ারা জয়া।

পরিচালক নাজমুল হাসান বলেন, ‘এই নাটকটি আমার কাছে অন্য রকম একটা নাটক। এই নাটকটির গল্পে প্রেম আছে, বিরহ আছে, হাস্য-রস আছে, সামাজিক আবক্ষয়ের চিত্র আছে মোটকথা সুন্দর একটা বার্তা আছে দর্শকদের জন্য। তাছাড়া এখানে যারা অভিনয় করেছেন প্রত্যেকেই শতভাগ ন্যাচারাল অভিনয় করেছেন। দর্শকরা সুন্দর একটা নাটক উপভোগ করবেন এটা নিশ্চিতভাবে বলতে পারি।’

অভিনেতা জামশেদ শামীম বলেন, ‘ভাইরাল বউ নাটকের গল্পটি অনেক সুন্দর, পরিচালনা অনেক ভালো ছিলো, আমার সহ শিল্পীরাও অনেক ভালো অভিনয় করেছেন। আমি কাজটি করে সন্তুষ্ট। আমার অডিয়েন্সরা নাটকটি দেখে তৃপ্তি পাবে এটুকু বলতে পারি।’

পূর্ণতা চৌধুরী বলেন, ‘আমার পছন্দের একটি গল্পে কাজ করলাম। এখানে সমসাময়িক সামাজিক অবক্ষয়ের কথা তুলে ধরা হয়েছে। নাটকটি দেখলে দর্শকদের মধ্যে কোনোকিছুর প্রতি আসক্তি যে কতটা খারাপ হতে পারে সেটা বুঝতে পারবে।’

অভিনেতা হেদায়েত উল্লাহ তুর্কি বলেন, ‘বর্তমান সময়ে ভাইরাল বা সেলিব্রেটি হতে গিয়ে অনেকেই ভুল পথে পা বাড়ায় বা কোনোকিছুর প্রতি আসক্ত হয়ে পরে আর এই আসক্তি যে একটা জীবনের জন্য বা একটা পরিবারের জন্য কতটা ভয়াবহ হতে পারে সেটাই এই নাটকে দেখানোর চেষ্টা করা হয়েছে। আমার ভাষায় অসাধারন কাজ হয়েছে, দর্শকরা নাটকটি মন খুলে উপভোগ করতে পারবে।’

প্রযোজক সূত্রে জানা গেছে বর্তমানে ‘ভাইরাল বউ’ নাটকটি সম্পাদনার টেবিলে আছে। খুব শীগ্রই নাটকটি একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হবে এবং তার পরের সপ্তাহের বৃহস্পতিবার বিকেল পাঁচটায় ‘RainDrop BD’ ইউটিউব চ্যনেলে প্রচারিত হবে।

সর্বশেষ