৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

জামিন করানোর কথা বলে উৎকোচ গ্রহণ, বরগুনার জজের গাড়িচালক বরখাস্ত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরগুনা প্রতিনিধি :: বরগুনায় আসামিকে জামিন করিয়ে দেওয়ার কথা বলে আসামিপক্ষের কাছ থেকে ৫০ হাজার টাকা উৎকোচ নেওয়ার অভিযোগে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের গাড়িচালক মো. ফারুক হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা (নম্বর ৩/২০) রুজু হওয়ার পর সাময়িক বরখাস্ত করা হয়। জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম সরোয়ার রবিবার সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ভুক্তভোগী আসামি পক্ষ, সংশ্লিষ্ট আইনজীবী এবং জেলা ও দায়রা জজ আদালত সূত্রে জানা গেছে, ক্রিমিনাল আপিল নম্বর ৪৩/২০ মামলার আসামি পক্ষের হয়ে আদালতে বরগুনার বিশিষ্ট আইনজীবী অ্যাড. মো. শাহজাহান আপিল গ্রহণ শুনানি, জামিন এবং দণ্ড রহিতের জন্য আবেদন করেন। এ আবেদনের শুনানি শেষে ওই দিন সকাল সাড়ে ১০টায় ২০ হাজার টাকা বন্ডে আসামির জামিন আবেদন মঞ্জুর করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ ই এম ইসমাইল হোসেন। এদিকে জামিন মঞ্জুরের কথা গোপন রেখে ওই দিনই ৫০ হাজার টাকা না দিলে জামিন হবে না বলে আসামি পক্ষের কাছ থেকে ৫০ হাজার টাকা উৎকোচ নেন গাড়িচালক মো. ফারুক হোসেন।

ঘটনা জানাজানি হওয়ার পর মো. ফারুক হোসেন ভুক্তভোগী পক্ষকে ২৯ হাজার টাকা ফেরত দেন এবং বাকি ২১ হাজার টাকাও শিগগিরই ফেরত দেবেন বলে অঙ্গীকার করেন।”

সর্বশেষ