১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
আদালতের আদেশ পালন না করায় পটুয়াখালীর ডিসিকে হাইকোর্টে তলব আড়াই বছরের সাজার ভয়ে ১২ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না রনির বাংলাদেশের কোনো তরুণ-তরুণী আর বেকার থাকবে না: পলক পুঁজিবাজারে লেনদেন হাজার কোটি টাকা ছাড়াল যমুনার তীরে গর্তে মিলল নি*খোঁজ ২ ভাইয়ের মরদেহ ড. এম এ ওয়াজেদ মিয়া সম্মাননা পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল মঠবাড়িয়ায় রহস্য জনক ভাবে শিশু সন্তান নিয়ে নারী নিখোঁজ  সড়ক দুর্ঘটনা অন্যতম জাতীয় সমস্যা হিসেবে দেখা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুর অনলাইন ম্যানেজমেন্ট ও সঞ্চয়ের উপকারিতায় অবহিতকরণ সভা চরফ্যাশনে চুরির অপবাদে ডেকে নিয়ে রিকশাচালককে মারধর, ফাঁকা স্ট্যাম্পে সই

পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে চিকিৎসা সামগ্রী হস্তান্তর করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরিশাল বাণী: করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমনে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য নাভানা কোম্পানীর সাথে যোগাযোগ করে দুটি অক্সিজেন, ১০ পিচ পিপিই, পাঁচ বক্স হ্যান্ড গ্লোভস, পাঁচ প্যাক হেড ক্যাপ ও দুইটি ডিজিটাল থার্মমিটার জেলা প্রশাসক এর কাছে হস্তান্তর করেছেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের অন্যতম নেতা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ সুলতান আহমেদ মৃধা।
১৯ জুলাই রবিবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসক এর অফিস কক্ষে প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে পটুয়াখালীতে করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমনে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য নাভানা কোম্পানী কর্তৃক প্রদত্ত দুটি অক্সিজেন, ১০ পিচ পিপিই, পাঁচ বক্স হ্যান্ড গ্লোভস, পাঁচ প্যাক হেড ক্যাপ ও দুইটি ডিজিটাল থার্মমিটারসহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী ও সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এর কাছে হস্তান্তর করেন জেলা আওয়ামীলীগের নেতা সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ সুলতান আহমেদ মৃধা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

এর আগেও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ সুলতান আহমেদ মৃধা করোনা রোগীর চিকিৎসার জন্য নাভানা কোম্পানী সাথে যোগাযোগ করে তিনটি ভেন্টিলেশন ২৫০ শয্যা বিশিস্ট পটুয়াখালী হাসপাতালে হস্তান্তর করেছেন বলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুল মতিন জানান।

সর্বশেষ