১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

ঝালকাঠিতে আন্ত:জেলা চোর চক্রের মাস্টারমাইন্ড গ্রেফতার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠিতে অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলামের তৎপরতায় আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের মাস্টারমাইন্ড রাকিব তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চোরাই একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ মে) রাত সাড়ে ১১টার দিকে বরিশাল বিবির পুকুরপাড় এলাকা থেকে মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃত রাকিব (২৬) নলছিটি উপজেলার দপদপিয়ার তিমিরকাঠি এলাকার রফিক তালুকদারের পুত্র।

অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, গত ২৯ এপ্রিল ঝালকাঠি সদর এলাকার হার্ডওয়ারের দোকানের সামনে থেকে ইয়ামাহা কোম্পানির একটি মোটরসাইকেল চুরি হয়। পরে মোটরসাইকেলের মালিক আল রিয়াদ বাদি হয়ে ঝালকাঠি সদর থানায় অজ্ঞাতনামা মামলা দায়ের করেন।
মামলা নং-০৬। পরে পুলিশ সিসিটিভি ফুটেজ এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে চোরকে সনাক্ত করে। এ সময় পুলিশ অভিযান চালিয়ে বরিশাল থেকে মোটরসাইকেল চুরির সাথে জড়িত রাকিব তালুকদারকে গ্রেফতার করে। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ওসি শহিদুল ইসলাম আরো জানান, আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের অন্যতম হোতা ও মাস্টারমাইন্ড রাকিবের নামে খুলনায় আরো একটি মোটরসাইকেল চুরির মামলা রয়েছে। এছাড়াও সে পাশাপাশি বিভিন্ন অপরাধ করে আসছিল।

সর্বশেষ