২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
নিশানবাড়ীয়া ইউপি চেয়ারম্যানকে ৫০ হাজার টাকা জরিমানা লন্ডনে যুদ্ধবিরোধী বিক্ষোভ: ফিলি*স্তিনে গ*ণহ*ত্যা বন্ধের দাবী দেশের বীমা খাতে দৃষ্টান্ত স্থাপন করছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স ২৯ মে সারাদিন লালমোহন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে কাপ পিরিচ মার্কায় ভোট দিন আবারও বাড়ল স্বর্ণের দাম সৌদিতে ২৮৭৬০ বাংলাদেশি হজযাত্রী পৌঁছেছেন, দুইজনের মৃত্যু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত উপজেলা নির্বাচন : দ্বিতীয় ধাপে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন সোমবার থেকে ৬৫ দিন সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা মধ্যরাত থেকে সাগরে মাছ ধরা ৬৫ দিন বন্ধ

ঝালকাঠিতে জমির বিরোধে চাচীর উপর হামলা করে রক্তাক্ত জখম

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ঝালকাঠি প্রতিনিধি ::: ঝালকাঠিতে জমিজমার বিরোধের জেরে ভাসুর ছেলে কর্তৃক চাচীর মাথায় হামলা করে রক্তাক্ত জখম ও চাচাত ভাইসহ ৩ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী সোহেল ও ঝর্না বেগম এবং স্থানীয় সূত্রে জানায়- ‘বুধবার (২৯ মার্চ) সকালে সদর উপজেলার ১ নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের রমজানকাঠি গ্রামের শরীফ বাড়ির হানিফ শরীফের পুত্র সাবেক মেম্বার মনিরুজ্জামান চুন্নু শরীফ ও তার ছোট ভাই পান্নু শরীফ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন বিধবা চাচী মরহুম হজরত আলী শরীফের স্ত্রী ঝর্না বেগম (৫০) এর উপর দেশীয় অস্ত্র শাবল, দা বটি ও রড দিয়ে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় ঝর্না বেগমের ছেলে সোহেল ও শাহীন মাকে হামলার হাত থেকে রক্ষা করতে গেলে চুন্নু ও পান্নু শরীফ তাদের দুই ভাই কেও হামলা চালিয়ে আহত করে। আহত ঝর্না বেগমকে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে গেলে তাতে বাধা প্রদান করে চুন্নু ও পান্নু শরীফ। পরবর্তীতে এলাকাবাসীর সহযোগিতায় বরিশাল শেবাচিম হাসপাতালে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। ঝর্না বেগমের মাথায় রক্তাক্ত জখম হওয়ায় ৭/৮ টি সেলাই দেয়া হয়েছে।

এ বিষয় মামলার প্রস্তুতি চলছে এবং মৌখিকভাবে ঝালকাঠি সদর থানায় অভিযোগ প্রদান করা হয়েছে।

ঝালকাঠি সদর থানার এসআই মোঃ আরেফিন জানান, ‘মৌখিক অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে হামলার সত্যতা পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

১ নং গাভারামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম মাওলা মাছুম শেরওয়ানি জানান, আমি এ ধরনের হামলার অভিযোগ শুনেছি। হামলার শিকার ও ভুক্তভোগীরা চিকিৎসার জন্য ঝালকাঠি হাসপাতালে যেতে চাইলে প্রতিপক্ষের বাধার কারণে যেতে পারে নাই। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছে। আমি এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

অভিযুক্ত মনিরুজ্জামান চুন্নু ও পান্নু শরীফ জানান, ‘জমিজমা বিরোধ নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ হয়েছে। বৃদ্ধ বাবা হানিফ শরীফকে আজেবাজে কথা বলা ও বেয়াাদবি করার কারণে ঝগড়ার এক পর্যায়ে হাতাহাতি ও মারামারি হয়েছে। বিষয়টি আমরা স্থানীয়ভাবে আপোষ মীমাংসা করতে চাই।’

সর্বশেষ