১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝালকাঠিতে টেলিযোগাযোগ ও সাইবার নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ঝালকাঠি প্রতিনিধি ::: টেলিযোগাযোগ সেবা ও সাইবার নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ মে) সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদার। জেলা প্রশাসক ফারহাগুল নিঝুমের সভাপত্বে মোবাইল নেটওয়ার্ক ও ব্র্যাডব্যান্ড কোম্পানির প্রতিনিধি, বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক প্রতিনিধিরা এতে অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদার সরকারের টেলিযোগাযোগ খ্যাতের সাফল্যে তুলে ধরে সাইবার ক্রাইম প্রতিরোধে বিভিন্ন পরামর্শ দেন। অনুষ্ঠানে আলোচনায় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক লতিফা জান্নাতী, উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট (নেজারত) মিলন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড আপস) শংকর কুমার দাস ও ইলেট্রনিক্স এন্ড প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ