১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

ঝালকাঠিতে ডায়াগনস্টিক সেন্টারে রোগী ভাগিয়ে নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি সদর হাসপাতালে ডায়গনস্টিক সেন্টারের দালাদের মধ্যে মধ্যে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় মর্ডান ডায়াগস্টিক সেন্টারের চিহ্নিত দালাল শিমুল বেগমকে(৪০)কে সাউথ বেঙ্গল ডায়াগনস্টিক সেন্টারে মালিক মোস্তফা কামাল ও তার নিয়োগ প্রাপ্ত দালাল বিনাসহ ৪জন মিলে বাঁশ ও হাতুরি পেটা করে আহত করেছে।

বুধবার সকাল ১১টায় হাসপাতালের করিডোরে এই ঘটনা ঘটেছে। রোগীদের স্ব-স্ব ডায়াগনস্টিক সেন্টারে ভাগিয়ে নেয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটেছে।

আহত শিমুল বেগম সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের মহদীপুর গ্রামের রতন আলী খার কণ্যা।

জানা গেছে- বুধবার সকাল ১১টার দিকে হাসপাতালের করিডোরে শিমুল বেগম তার ডায়াগস্টিক সেন্টারে রোগী নেয়ার জন্য রোগীদের সাথে কথা বলছিলেন। হঠাৎ সাউথ বেঙ্গল ডায়াগনস্টিক সেন্টারে মালিক মোস্তফা কামাল ও তার নিয়োগ প্রাপ্ত দালাল বিনাসহ ৪জন মিলে সেখানে উপস্থিত হলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে শিমুল বেগমকে বাঁশ ও হাতুরি পেটা করে তারা। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

 

এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খলিলুর রহমান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ