১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝালকাঠিতে ট্যাংকারের তেল অপসারণকালে ফের বিস্ফোরণ, নয় পুলিশসহ দগ্ধ ১১

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ঝালকাঠি প্রতিনিধি :::: ঝালকাঠি জেলার সুগন্ধা নদীতে বিস্ফোরণ হওয়া জাহাজ সাগর নন্দিনী-২ থেকে তেল অপসারণের সময় ফের বিস্ফোরণে ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে থাকা নয় পুলিশ সদস্যসহ ১১ জন দগ্ধ ও আহত হয়েছেন। আহতদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (০৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের পৌরসভার খেয়াঘাট সংলগ্ন সুগন্ধা নদীর মধ্যে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, ওই স্থানে সাগর নন্দিনী-২ ও সাগর নন্দিনী-৪ নোঙ্গর করা ছিল। এ ঘটনায় খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরণ হওয়া জাহাজ থেকে বাকি তেল অপসারণ করার সময় পুনরায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নয় পুলিশ সদস্যসহ ১১ জন দগ্ধ হয়েছেন। আগুন নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা করছে ফায়ার সার্ভিস। দগ্ধদের ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এখন বেশি কিছু বলা যাচ্ছে না। বাকি তথ্য পেলে জানানো হবে।

সর্বশেষ