১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝালকাঠিতে বিধবার বসতঘর আগুনে পুড়ে ছাই

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ঝালকাঠি প্রতিনিধি ::: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বড় কাঠালিয়া গ্রামের বিধবা নুরজাহানের বসতঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে চার লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। বুধবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় নুরজাহানা ওই ঘরে আটকা পড়ে ছিলেন। স্থানীয়রা ঘরের জানালা ভেঙে তাকে উদ্ধার করে। পরে কাঠালিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বিধবা নুরজাহান বেগম ঘরে একাই থাকতেন। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে তাঁর ঘরে আগুন লাগে। নুরজাহান রাতে ঘরে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করে। স্থানীয়রা লোকজন ছুটে এসে ঘরের জানালা ভেঙে তাকে উদ্ধার করে। ততক্ষণে মালামালসহ বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

কাঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

সর্বশেষ