৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝালকাঠিতে ইয়াবা বিক্রির অপরাধে নারীর ৫ বছরের কারাদণ্ড

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে মাদক মামলায় তানিয়া আক্তার নামের এক নরীকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ৬ মাসে সশ্রম কারাদণ্ড। অপর আসামী মোঃ শাখাওয়াত হোসেন ওরফে ভাগ্নে সুমনকে বেকসুর খালাশ প্রদান করেছে। রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শহিদুল্লাহ আসামী শাখাওয়াত হোসেনের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত তানিয়া পূর্বচাঁদাকাঠী এলাকার সোহান ওরফে শামীম চৌধুরীর স্ত্রী এবং সাখাওয়াত হোসনে একই এলাকার সৈজদ্দিন হাওলাদারের পুত্র।

২০১৬ সালের ১০ জানুয়ারী বেলা ১টায় পূর্বচাঁদকাঠী এলাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পিছনে জনৈক সালেহা বেগম ঘরের আঙ্গিণায় ১২০পিচ ইয়াবা ডিবি পুলিশের অভিযানে তানিয়ার কাছ থেকে উদ্ধার হয়।

এ বিষয়ে ডিবি পুলিশের এসআই বাদী হয়ে একই দিন ঝালকাঠি থানায় মামলা দায়ের করেন থানা পুলিশের তদন্ত কর্মকর্তা ফারুক হোসেন ১৬ সালের ৩১ জানুয়ারী আসামীদের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করেন। রায় প্রকাশকালীন সাজাপ্রাপ্ত তানিয়া আক্তার আদালতে অনুপস্থিত ছিল এবং তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে।

সর্বশেষ