২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝালকাঠিতে মাদ্রাসাছাত্রীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ঝালকাঠির কাঁঠালিয়া সদর ফাজিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী তাহিরা খানম সুখি ও তার পরিবারের সদস্যদের উপর হামলার প্রতিবাদে ও বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রবিবার সকালে মাদ্রাসা মাঠে শিক্ষার্থী ও এলাকাবাসী এ কর্মসূচির আয়োজন করেন। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য রাখেন ওই ছাত্রী পিতা লোকমান খান, আইউব আলী খান, রুমান খান, শিক্ষার্থী মাহফুজা আক্তার ও মরিয়ম আক্তার।

বক্তারা অভিযোগ করে বলেন, গত ১৭ অক্টোবর দুপুরে পাম্প গাছের ডগা নিয়ে বাকবিতণ্ডার এক পযার্য়ে স্থানীয় প্রতিপক্ষরা ওই ছাত্রীর পরিবারের লোকজনকে মারধর করে। পরে ওই ছাত্রী মাদ্রাসা থেকে বাড়িতে ফেরার পথে তাকেও মারধর করে। কাঠালিয়া থানার ওসি মুরাদ আলী জানান, এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে কাউকে আটক করা হয়নি।

সর্বশেষ