১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষিকাকে কুপিয়ে হত্যার চেস্টা, গ্রেপ্তার-১ সাংবাদিক শাহিন হাফিজের "মা" র মৃত্যু, এনডিবিএ'র শোক প্রকাশ মহাসড়কে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণ করতে বরিশাল জেলা প্রশাসনের অভিযান পটুয়াখালীর দুমকিতে প্রাণিসম্পদ প্রদর্শনী  উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান বরিশালে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক বানারীপাড়ায় তহশিলদার ও সার্ভেয়ারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রিজন সেলে হাজতিকে হত্যার দাবি স্বজনদের, কারারক্ষীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দাম বেড়ে ফের রেকর্ড, স্বর্ণের ভরি ১ লাখ ২০ চরকাউয়া ইউনিয়ন যুবলীগের মতবিনিময় সভায় খান মামুন রাজাপুরে গ্যাস সিলিন্ডার লিক হয়ে মাইক্রোবাসে আগুন

কাঁঠালিয়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে ইউপি সদস্যের মাকে কুপিয়ে হত্যা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির কাঁঠালিয়ার পূর্ব পাটিখালঘাটা গ্রামে ইউপি সদস্যের মা হাসিনা বেগমকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার বাবা মো. জামাল জমাদ্দার গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটায় উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রিপন জমাদ্দারের বাড়িতে ঘটনাটি ঘটে।

জানা গেছে, ১৪/১৫ জন দুর্বৃত্ত রিপনের ঘরে সিঁধ কেটে প্রবেশ করে তার ঘুমন্ত মা হাসিনা বেগম ও পিতা জামাল জমাদ্দারকে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এতে হাসিনা বেগমের বাম হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জামাল জমাদ্দারকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কাঁঠালিয়ার (আমুয়া) হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ইউপি সদস্য রিপন জমাদ্দার বলেন, ‘আমার প্রতিপক্ষরা আমাকে হত্যার উদ্দেশে সিঁধ কেটে ঘরে ঢোকে। আমি রাতে অন্য বাড়িতে থাকায় সন্ত্রাসীরা আমাকে না পেয়ে মাকে হত্যা করে এবং বাবাকে কুপিয়ে গুরুতর আহত করে।’

শুক্রবার (৮ অক্টোবর) সকালে কাঁঠালিয়া থানার ওসি পুলক চন্দ্র রায়সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে থানায় নিয়ে যায়। ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (কাঁঠালিয়া-রাজাপুর সার্কেল) মো. মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি পুলক চন্দ্র রায় বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসি। এখন পর্যন্ত কোনও মামলা দায়ের করা হয়নি, প্রস্তুতি চলছে।’

সর্বশেষ